ভূ-পৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোনো উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে?
'পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে।'-এ সূত্রটি কে প্রদান করেন?
সরল ছন্দিত কণার মোট শক্তি কীসের উপর নির্ভর করে?
চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহমাত্রা 1, কত হবে?
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
কোনো গ্রহের অভিকর্ষজনিত ত্বরণ 15g এবং ব্যাসার্ধ 14R। এখানে, g পৃথিবীর অভিকর্ষজনিত ত্বরণ এবং R পৃথিবীর ব্যাসার্ধ।
গ্রহটির মুক্তিবেগ কত?
কোনো উপগ্রহ চাঁদের চারপার্শ্বে R ব্যাসার্ধের পথে ঘুরছে। বেগ 2 গুণ করল কিন্তু বৃত্তাকার কক্ষপথ বজায় রাখতে হলে কক্ষের ব্যাসার্ধ হবে-