উৎপাদনে মৌলিক উপাদান হলো-
i. ভূমি
ii. মূলধন
iii. শ্রম
নিচের কোনটি সঠিক?
ব্যবহারের মাধ্যমে নিঃশেষ হয়-
i. উপযোগ
iii. সঞ্চয়
মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্ট
ii.. মূলধন আয় সৃষ্টি করে
iii. মূলধন গতিশীল নয়
মূলধন হলো উৎপাদনের-
i. ' অমৌলিক উপাদান
ii. মৌলিক উপাদান
iii. অস্থায়ী উপাদান
কোনটি মূলধনের কাজ?
আধুনিক উৎপাদন ব্যবস্থা প্রধানত কীসের ওপর নির্ভরশীল?
উন্নয়নশীল দেশগুলোতে কীসের স্বল্পতার কারণে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়?
শিল্পোন্নয়ন মূলত মূলধনের কীসের ওপর নির্ভরশীল?
উৎপাদন ক্ষেত্রে কোনটি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়?
পুঁজিবাদ উদ্ভব ও বিকাশের মূল কারণ কী?
উন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি কী?
বেকার সমস্যার মূলে কী আছে?
উন্নত ও উন্নয়নশীল বিশ্বের পার্থক্যের মূলে রয়েছে কোনটি?
জসিম রাইস মিলে উন্নত প্রযুক্তির ব্যবহার করে ধান শুকানো, মাড়াই ও চাল তৈরির ব্যবস্থা করেছে। তার কার্যক্রমের মাধ্যমে ফুটে উঠেছে-
i. মূলধনের যথাযথ ব্যবহার
ii. উন্নত প্রযুক্তির ব্যবহার
iii. শ্রম বিভাগ প্রবর্তন
অর্থনৈতিক উন্নয়নের জন্য সুদৃঢ় সামাজিক বুনিয়াদ হলো-
i. শিক্ষা ব্যবস্থা
ii. স্বাস্থ্য খাত
iii. ব্যাংক ব্যবস্থা
মূলধনের কাজ-
i. উৎপাদন বৃদ্ধি
ii. কর্মসংস্থান বৃদ্ধি
iii. শ্রমিকের দক্ষতা বৃদ্ধি
অধিক হারে মূলধন গঠিত হলে দেশে-
i. বেকারত্ব কমে
ii. কর্মসংস্থান সৃষ্টি হয়
iii. রাস্তাঘাট উন্নত হয়
অধিক মূলধন ব্যবহারের ফলে শ্রমিকের-
i. দক্ষতা বাড়ে
ii. উৎপাদনশীলতা বাড়ে
iii. শ্রমশক্তি বৃদ্ধি পায়
বিদ্যুৎ, গ্যাস ও কয়লা কোন ধরনের মূলধন?
রংপুরে প্রচুর পাট উৎপাদন হয়। এ বীজ কোন ধরনের মূলধন?
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত 'ইউরেনিয়াম' ক্রয়ের জন্য ব্যবহৃত অর্থ কোন ধরনের মূলধন?
মূলধনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
নিম্নের কোনটি চলতি মূলধন?
কলকারখানা কোন ধরনের মূলধন?
ট্রেডমার্ক কোন ধরনের মূলধন?
দেশপ্রেম কী ধরনের মূলধন?
নিচের কোনটি নিমজ্জমান মূলধনের উদাহরণ?
সেলাই মেশিন কোন ধরনের মূলধন?
ভোগ্য মূলধন বলতে কী বোঝায়?
অধ্যাপক মার্শাল উৎপাদকের মূলধনকে কোন মূলধন হিসেবে অভিহিত করেছেন?
সাধারণত কোনটির মাপকাঠিতে মূলধন পরিমাপ করা হয়?
ব্যবসায় খাটানো সমস্ত অর্থ কোন মূলধন হিসেবে বিবেচনা করা হয়?
কোন মূলধন অর্থ মূল্যে পরিমাপ করা যায়?
রেল ইঞ্জিন কেবল রেলের বগি বা রেলগাড়ি টানার কাজে লাগে। এটি কোন মূলধনের অর্ন্তগত?
নিচের কোনটি ব্যক্তিগত মূলধন?
কোনটি স্থিতিস্থাপক মূলধন?
জনাব শহিদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাড়ি কোন ধরনের মূলধনের উদাহরণ?
যে মূলধন রাষ্ট্রীয় মালিকানায় থাকে তাকে কী বলে?
মোকাম্মেল সাহেব তার পেনশনের শেষ দুই লাখ টাকা ব্যবসায় খাটাবেন বলে মনস্থির করলেন। এ ক্ষেত্রে তার টাকাটি কোন ধরনের মূলধন?
কোনো উৎপাদিত দ্রব্য বর্তমান অভাব পূরণের জন্য ব্যবহৃত হলে তাকে কী?
নিচের কোনটি সম্পদের অংশ?
শিল্পের প্রধান কাঁচামাল গ্যাস। এটিকে কোন ধরনের মূলধনের সাথে তুলনা করা যায়?
স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে প্রধানতー
i. স্থায়ী মূলধন
ii. জাতীয় মূলধন
iii. চলতি মূলধন
চলতি মূলধন ব্যবহার করা হয়-
i. নৈমিত্তিক ব্যয় নির্বাহে
ii. স্থায়ী সম্পত্তির ব্যবস্থাপনায়
iii. স্থায়ী সম্পদ নির্মাণে
মূলধন ব্যবহার করার জন্য মূলধন ব্যবহারকারী মূলধন দাতাকে কি প্রদান করে?
নিচের কোনটি অর্থনৈতিক অবকাঠামো?
নিচের কোনটি শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে?
কোনটিকে অর্থনীতির প্রাণ শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়?
পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য কী প্রয়োজন?
ব্যবসায়-বাণিজ্যে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক কী?