দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনটি অপরিহার্য?
কীসের মাধ্যমে উৎপাদনের উপাদানসমূহ সহজে সংগ্রহ করা যায়?
কীসের ব্যাপক প্রসার দেশের প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করে?
মূলধন ব্যবহারের ফলে উৎপাদন ক্ষেত্রে ক্রমবর্ধমান উৎপাদন বিধি কার্যকর হয়। এর ফলে-
i. গড় ও শ্রমিক ব্যয় হ্রাস পায়
ii. শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়
iii. মোট উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
মূলধন ব্যবহারের ফলে বাড়ে-
i. মাথাপিছু উৎপাদন
ii. শ্রমিকের মজুরি
iii. জীবনযাত্রার মান
দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন-
i. সুদৃঢ় অর্থনৈতিক বুনিয়াদ
ii. সুদৃঢ় সামাজিক বুনিয়াদ
iii. সুদৃঢ় রাজনৈতিক বুনিয়াদ
মূলধনের গতিশীলতা কত প্রকার?
কোন মূলধনের গতিশীলতা কম?
মূলধনের গতিশীলতা কী উপায়ে বেকারত্ব কমায়?
চাল তৈরিতে কয়লার ব্যবহারকে কী বলে?
মূলধনের গতিশীলতার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে অন্যতম কোনটি?
একটি কাপড়ের গুদামঘর পাটের গুদামঘরে রূপান্তরিত করলে তাকে কী বলা হবে?
নিবিড় গ্রুপ' হাউজিং ব্যবসায় খ্যাতি অর্জন করে তাদের পুঁজি পরিবহন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এর দ্বারা কী ফুটে উঠেছে?
কীভাবে মূলধনের গতিশীলতা উৎপাদন বৃদ্ধি করে?
তুলা থেকে সুতা তৈরি করা হলে, তাকে মূলধনের কোন ধরনের গতিশীলতা বলে?
বাংলাদেশে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোথা থেকে আসে?
স্বল্পমেয়াদি ঋণের গতিশীলতা কেমন?
লৌহ গলানোর চুল্লিকে কোন ধরনের মূলধন বলে?
মূলধনের গতিশীলতা বলতে কী বোঝায়?
মূলধনের যোগান বলতে বোঝায়-
দীর্ঘমেয়াদি ঋণের গতিশীলতা কেমন?
মূলধনের যোগান অপরিহার্য কেন?
মূলধনের গতিশীলতা হ্রাস পায়-
ⅰ. যুদ্ধ ও শান্তি বিঘ্নিত হলে
ii. সরকারি বাধা-নিষেধ বাড়লে
iii. আমদানি-রপ্তানিতে শুল্ক বাড়ালে
মূলধনের গতিশীলতার ফলে-
i. অনুন্নত অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি পায়
ii. উন্নয়নের ক্ষেত্রে সমতা বজায় থাকে
iii. অধিক মূলধন অন্য ক্ষেত্রে স্থানান্তরিত হয়
মূলধনের গতিশীলতা নির্ভর করে-
i. বিনিয়োগের পরিবেশ
ii. মূলধনের প্রাচুর্যতা
iii. রাজনৈতিক স্থিতিশীলতা
মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে যদি-
i. সামাজিক নিরাপত্তা থাকে
ii. সামাজিক অবকাঠামো উন্নত হয়
iii. বিনিয়োগ নিরাপত্তা অনিশ্চিত হয়
মূলধন যোগানের ক্ষেত্রে মূলধন ভূমিকা রাখে-
i. যন্ত্রপাতির যোগান দিয়ে।
ii. আধুনিক যন্ত্রপাতির যোগান দিয়ে
iii. আসবাবপত্রের যোগান দিয়ে
মুলধনের গতিশীলতার কারণ হলো-
i. বিনিয়োগের অনুকূল পরিবেশ
ii. সুদের হারের পরিবর্তন
iii. বিনিয়োগের সুযোগ সুবিধা
মূলধনের গতিশীলতার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান হলো-
i. মূলধনের চাহিদা
ii. সঞ্চয়ের সামর্থ্য
iii. মুনাফা লাভের প্রত্যাশা
মূলধন যোগানের অভ্যন্তরীণ উৎস হলো-
i. রাজস্ব উদ্বৃত্ত
ii. FDI
iii. নিট মূলধন আয়
আধুনিক ও অবাধ অর্থনীতিতে মূলধন গঠনের প্রক্রিয়া কয়টি স্তরে বিভক্ত?
সঞ্চয়ের সামর্থ্য কীসের ওপর নির্ভর করে?
মানুষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে কী বাড়ে?
কোনটি সঞ্চয়কে বিশেষভাবে প্রভাবিত করে?
মূলধন গঠন কখন শূন্য হয়?
কীভাবে মূলধন গঠন করা হয়?
মূলধন গঠনের শেষ পর্যায় কোনটি?
ব্যক্তি বিশেষের সঞ্চয় কীসের ওপর নির্ভর করে?
মূলধন গঠনে কোন উপাদানটি বেশি ভূমিকা রাখে?
মূলধন গঠনের প্রক্রিয়ার প্রাথমিক স্তর কোনটি?
সঞ্চয় সৃষ্টিতে কোন সঞ্চয় মুখ্য ভূমিকা পালন করে?
আর্থিক সঞ্চয় সংগ্রহ করার মাধ্যম হলো-
i. ব্যাংক
ii. বিমা কোম্পানি
iii. সমবায় প্রতিষ্ঠান
মূলধনের গতিশীলতার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ হলো-
ii. পারিবারিক স্নেহ-মমতা
সরকারি সঞ্চয় হলো-
i. উদ্বৃত্ত কর-রাজস্ব
ii. ভ্যাট ও ট্যাক্স
iii. রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মুনাফা
আমাদের দেশে মূলধন গঠনের প্রধান সমস্যা হলো-
i. স্বল্প আয়
ii. অধিক ভোগ।
iii. স্বল্প সঞ্চয়
শাহজাহান সাহেবের দেশের মূলধন গঠনের হার কত?
পার্শ্ববর্তী দেশের মূলধন গঠনের হার বেশি, কারণ-
i. সঞ্চয়ের সামর্থ্য বেশি
ii. বিনিয়োগের সুযোগ-সুবিধা বেশি
iii. রাজনৈতিক স্থিতিশীলতা বেশি
'X' দেশে মূলধন গঠনের যার কত?
মূলধন গঠনের হার 'Y' দেশে অধিক, কারণ-
i. জনগণের ভোগপ্রবণতা কম
ii. পারিবারিক বন্ধন অত্যন্ত শক্তিশালী
iii. সুদের হার স্বল্প