মূলধনের গতিশীলতা হলো-
চলতি মূলধনের বৈশিষ্ট্য-
i. এই মূলধন একবার ব্যবহার করা হয়
ii. এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয় না
iii. এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
বিনিয়োগ বৃদ্ধির ফলে-
i. মোট ব্যয় বাড়ে
ii. গড় ব্যয় বৃদ্ধি থাকে
iii. উৎপাদন বাড়ে
সঞ্চয় নির্ভর করে-
i. আয়ের ওপর
ii. প্রান্তিক ভোগ প্রবণতার ওপর
iii. সুদের হারের ওপর
মূলধন গঠনের হার নির্ভর করে যার ওপর-
i. সুদের হার
ii. বিনিয়োগের সুবিধা
iii. সঞ্চয়ের ইচ্ছা
নিচের কোনটি মূলধন?
ঢাকার ব্যবসায়ী তার গার্মেন্টস কারখানা চট্টগ্রামে স্থানান্তর করলেন। এক্ষেত্রে কোন ধরনের মূলধনের গতিশীলতার সৃষ্টি হয়েছে?
একজন শিক্ষক শিক্ষকতার চাকরি ছেড়ে ব্যাংকের চাকরিতে যোগদান করলেন। এটি শ্রমের কোন ধরনের গতিশীলতা?
নিমজ্জমান মূলধন কোনটি?
জনাব মুক্তাদির হাসান তার ল্যাবে লেমিনার এয়ার ফ্লো কেবিনেট নামের বিশেষ ধরনের এক 'টেবিল টিস্যু কালচার' করে আলুর জীবাণুমুক্ত চারাগাছ উৎপাদন করেন। লেমিনার এয়ার ফ্লো কেবিনেট কোন ধরনের মূলধন?
রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তার মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তার বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?
জনাব আসলাম একজন ব্যবসায়ী। ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় মূলধনসামগ্রী স্থানান্তর করেন। জনাব আসলামের মূলধনসামগ্রী স্থানান্তর কোন ধরনের গতিশীলতা?
রংপুর ও কুড়িগ্রামে প্রচুর পাট উৎপাদন হয়। পাটের বীজ কোন ধরনের মূলধন?
জনাব কামাল একজন কৃষক। কৃষিকাজ করার জন্য তিনি লাঙল ব্যবহার করেন। জনাব কামালের জন্য তার লাঙলটি কোন ধরনের মূলধন।
নিচের কোনটি চলতি মূলধনের পর্যায়ভুক্ত?
মূলধনের স্থানান্তর হলো-
মূলধনের গতিশীলতা বলতে বোঝায়-
মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
কোন উপাদানের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে?
মূলধন যোগানের উৎস কয়টি?
মূলধন হলো-
i. অতীত সঞ্চয়ের ফল
ii. সক্রিয় উপাদান
iii. গতিশীল উপাদান
নিমজ্জিত মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. এ মূলধন কাঁচামাল ক্রয়ে ব্যবহৃত হয়
ii. এ মূলধনের ব্যবহার সীমিত
iii. বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়
সেলাই মেশিন হলো-
i. স্থায়ী মূলধন
ii. নিমজ্জমান মূলধন
iii. ভাসমান মূলধন
মূলধন গঠন নির্ভর করে-
i. সঞ্চয়ের সামর্থ্য
ii. সঞ্চয়ের ইচ্ছা
iii. বিনিয়োগের সুযোগ
উৎপাদনে মূলধনের কাজ হচ্ছে-
i. কাঁচামাল ক্রয়
ii. শ্রমিক সংগ্রহ,
iii. যন্ত্রপাতি ক্রয়
i. মূলধন সিমেন্ট শিল্প হতে চিনি শিল্পে স্থানান্তর হওয়া
ii. মূলধন কোরিয়া হতে বাংলাদেশে স্থানান্তর হওয়া-
iii. মূলধনী দ্রব্য হিসেবে নতুন কম্পিউটার ক্রয়
মূলধনের গতিশীলতার কারণে-
i. বিনিয়োগ বাড়ে
ii. আঞ্চলিক বৈষম্য কমে
iii. শ্রমের চাহিদা বাড়ে
মূলধনের ধারণাকে কয়টি দিক থেকে বিশ্লেষণ করা যায়?
'যে সমস্ত সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে'- কে বলেছেন?
একটি দালানকে বাসগৃহ হিসেবে ব্যবহার করলে তখন কী হিসেবে গণ্য হবে?
উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কী বলে?
মূলধন গঠনের প্রধান উপায় কোনটি?
কোন অর্থনীতিবিদ মূলধনের তিনটি রূপের কথা উল্লেখ করেছেন?
আধুনিক কালে কোনটি অধিক উৎপাদনে সহায়তা করে?
একটি গৃহকে যদি কারখানা হিসেবে ব্যবহার করা হয় তখন তা কী হিসেবে গণ্য হবে?
একজন কৃষক লাঙল দিয়ে জমি চাষ করেন। এখানে লাঙল কোন ধরনের মূলধন?
কেয়ার্নক্রসের উল্লিখিত মূলধনের তিনটি রূপ হলো-
i. বস্তুগত মূলধন
ii. অর্থকরী মূলধন
iii. ঋণ মূলধন
মূলধনের উদাহরণ হলো-
i. গুদামঘর
ii. কলকারখানা
iii. কাঁচামাল
i. উৎপাদনশীল
ii. অতীত শ্রমের ফল
iii. সঞ্চয়ের ফল
মূলধন সাহায্য করে-
i. অধিক ভোগে
ii. উৎপাদন বৃদ্ধিতে
iii. অধিক আয় সৃষ্টিতে
কোনটি মূলধনের বৈশিষ্ট্য?
মূলধনের প্রধান উপাদান কোনটি?
মূলধনের বৈশিষ্ট্য নয় কোনটি?
উৎপাদনের প্রাথমিক উপকরণ কী কী?
মূলধন উৎপাদনের কী ধরনের উপাদান?
কোনটি নিষ্ক্রিয় উপাদান?
কোনটি বেশি হলে দেশে মূলধন গঠনের পরিমাণও বেশি হয়?