চলতি মূলধনের বৈশিষ্ট্য-
i. এই মূলধন একবার ব্যবহার করা হয়
ii. এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয় না
iii. এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
যাকাতের পরিমাণ সম্পদের কত শতাংশ?
কোন অর্থব্যবস্থা মানবজীবনের সমগ্র ক্ষেত্র নিয়ে আলোচনা করে?
এ ধরনের সংগঠনের ক্ষেত্রে
i. কাজের প্রতি আগ্রহ থাকে
ii. দালাল, ফড়িয়াদের দৌরাত্ম্যের অবসান ঘটে
iii. পর্যাপ্ত মূলধনের যোগান দেওয়া যায়
ফিশারের তত্ত্ব অনুসারে মুদ্রার যোগান কোনটি?
দাম বৃদ্ধির ফলে ক্রেতার প্রকৃত আয় হ্রাস পেলে চাহিদা রেখা কোন দিকে গমন করে?