মোট বিনিয়োগ থেকে কী বাদ দিলে নিট বিনিয়োগ ব্যয় পাওয়া যায়?
মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়ের বিভিন্ন ধারণা প্রচলিত থাকায় তার পরিমাণ বিভিন্ন ধরনের হতে পারে কোন দেশগুলোতে?
জাতীয় আয় ধারণার মধ্যে কোনটি নির্ণয় কঠিন?
GDP ও বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়ের সমষ্টি-
কোনটি দেওয়া থাকলেও এনএনআই-এর পরিমাণ বিভিন্ন রকম হতে পারে?
GDP নির্ণয়ের হিসাব করা হয়-
i. বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়
ii. দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়
iii. দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়
নিচের কোনটি সঠিক?
দেশের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি-
i. উৎপাদন পদ্ধতি
ii. আয় পদ্ধতি
iii. ব্যয় পদ্মতি
মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয়-
i. দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়
iii. বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়
ব্যক্তিগত, পেশাগত ও অংশীদারি ব্যবসায় বাণিজ্য থেকে অর্জিত মুনাফাকে ভাগ করা হয়-
i. প্রোপাইটারের আয়
ii. কর্পোরেট মুনাফা
iii. মোট জাতীয় মুনাফা
মোট জাতীয় আয়ে বিবেচনা করা হয়-
i. দেশের ভেতরের উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
ii. দেশের বাইরে উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
iii. পরোক্ষ ব্যবসায়িক করের সমষ্টিকে
মোট দেশজ উৎপাদন গণনার সময় বিবেচনায় আনা হয়-
i. নির্দিষ্ট সময়
ii. দেশের নাগরিক
iii. ভৌগোলিক সীমানা
সামগ্রিক আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়-
i. উৎপাদিত দ্রব্যসামগ্রী
ii. সেবাকর্মের মোট আর্থিক মূল্য
iii. মোট সুদ
নিট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয়-
i. পরিবারের আয়
ii. সরকারের আয়
iii. ব্যবসায়ের আয়
নিট জাতীয় উৎপাদনে বিবেচিত বিষয় হলো-
ⅰ. চূড়ান্ত পর্যায়ের দ্রব্য
ii. চূড়ান্ত পর্যায়ের সেবা
iii. মূলধনের ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ
NNI পাওয়া যায়-
i. মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে
ii. পরোক্ষ ব্যবসায়িক কর বাদ দিলে
iii. মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত করে
মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় হলো উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত মূলধনের--
i. উৎপাদনজনিত ব্যয়
ii. রক্ষণাবেক্ষণজনিত ব্যয়
iii. ক্ষয়ক্ষতিপূরণজনিত ব্যয়
কোনটি সামগ্রিক ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ?
সাধারণত সামগ্রিক ব্যয়ে (AE) সিংহভাগ অংশ নিচের কোন উপাদানের?
একটি দেশের অর্থনীতি কয়টি খাতে বিভক্ত?
সরকারি ব্যয় বিবেচিত হয় কয় খাতবিশিষ্ট অর্থনীতিতে?
দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে কোন ধরনের দ্রব্য ভোগের জন্য ব্যবহার করা হয়?
খোলা অর্থনীতিতে সামগ্রিক ব্যয় বিবেচনার সময় কোনটিকে একটি খাত হিসেবে বিবেচনা করা হয়?
(X-M) কে কী হিসেবে বিবেচনা করা হয়?
সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?
AE = C + I + G + NX বিবেচনা করা হয় কোন অর্থনীতিতে?
দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য C+I+ G থেকে কী বাদ দেওয়া হয়?
ব্যক্তিগত ভোেগ ব্যয়ের সমষ্টি হলো-
i. চিকিৎসা সেবা
ii. আইনি সেবা
iii. যাতায়াত ও যোগাযোগ ব্যয়
তিন খাতবিশিষ্ট অর্থনীতি গঠিত হয়-
i. সরকারকে নিয়ে
ii. পরিবারবর্গকে নিয়ে
iii. বেসরকারি বিনিয়োগকারীদের নিয়ে
কোন ভোগ ব্যয় আয় থেকে স্বাধীন?
ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় না?
স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি?
স্বয়ম্ভূত ভোগ কখন বজায় থাকে?
স্বয়ম্ভূত ভোগ বলতে কী বোঝায়?
প্ররোচিত ভোেগ ব্যয়ের অপর নাম কী?
প্ররোচিত ভোগ ব্যয় মূল বিন্দু থেকে উত্থিত হয়ে কোনদিকে উঊর্ধ্বগামী হয়?
মানুষ তার চাহিদা মেটানোর জন্য যেসব দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করে অর্থ ব্যয় করে তার সমষ্টিকে কী বলে?
S = Y - C সমীকরণটি কোন ধরনের অপেক্ষক?
স্বয়ম্ভূত ভোগ রেখার আকৃতি কেমন?
ভোগ ব্যয় কীসের ওপর নির্ভরশীল?
আয় বাড়ার চেয়ে কোনটি কম হারে বাড়ে?
C = a+bY ভোেগ অপেক্ষকে by কে বলা হয়-
ভোগ ব্যয় (C) আয় (Y) এর ওপর নির্ভরশীল হয় তাহলে ভোগ ব্যয়ের অপেক্ষক হবে?
নিচের কোনটি স্বল্পকালীন ভোেগ অপেক্ষক?
ভোেগ অপেক্ষক কোনটি নির্দেশ করে?
ভোগ ব্যয়ের ধরন হলো-
i. স্বয়ম্ভূত ভোগ
ii. প্ররোচিত ভোগ
iii. স্বয়ংসিদ্ধ ভোগ
কোনটি সঞ্চয় সমীকরণ?
সঞ্চয় হিসাব করার সূত্র কোনটি?
সঞ্চয় অপেক্ষক S = -50+ 0.5Y-এবং স্বয়ম্ভূত বিনিয়োগ I = 100 হলে ভারসাম্য জাতীয় আয় কত?
কী বাড়লে আয় বাড়ার দরুন সরকারি ব্যয় বাড়ে?