ভোগ ব্যয়ের ধরন হলো-
i. স্বয়ম্ভূত ভোগ
ii. প্ররোচিত ভোগ
iii. স্বয়ংসিদ্ধ ভোগ
নিচের কোনটি সঠিক?
"সমাজের অগ্রগতি বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায় তাকে অনুপার্জিত আয় বলে।" উক্তিটি কোন অর্থনীতিবিদের?
একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ তা জানার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক?
কৃষক আফজাল মিয়া অন্যের জমিতে মজুরির ভিত্তিতে কৃষিকাজ করে জীবন নির্বাহ করেন। আফজাল মিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
ফার্মে উৎপাদনের ক্ষেত্রে সংগঠক হিসেবে কাজ করেন-
i. উৎপাদনের আবশ্যকীয় উপকরণ
ii. উৎপাদন পরিকল্পনাকারী
iii. উপকরণ সংগ্রহকারী
উৎপাদনে অংশগ্রহণের মূল্য হিসেবে ভূমির মালিক কী পায়?