সরকারি ব্যয়কে কী ধরা হয়?
দেশ পরিচালনা করার জন্য সরকার যে ব্যয় করে তাকে কী বলে?
দেশ পরিচালনার জন্য সরকার যে অর্থ ব্যয় করে তাকে কী বলে?
সঞ্চয় রেখার সমীকরণ কোনটি?
আয় থেকে ভোেগ ব্যয় বাদ দিলে কোনটি থাকে?
গাজী মিয়া একজন রিক্সাচালক। তার মাসিক আয় ৫০০০ টাকা এবং মাসিক ব্যয় ২৭৫০ টাকা। তাহলে তার বছরের সঞ্চয় কত?
যদি কারও সঞ্চয় ২,০০০ টাকা এবং আয় ১০,০০০ টাকা হয়, তবে ব্যয় কত?
আয় কমলে সঞ্চয় কী হয়?
আয় বাড়লে সঞ্চয় কী হয়?
একটি দেশ মূলত কয় ধরনের সঞ্চয় নিয়ে মূলধন গঠিত হয়?
আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে কী বলে?
ব্যক্তির ব্যয়যোগ্য আয় থেকে কী বাদ দিলে ব্যক্তিগত সঞ্চয় পাওয়া যায়?
আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক কেমন?
আয়ের পরিবর্তনে কোন ধরনের বিনিয়োগের পরিবর্তন হয় না?
কোন ধরনের সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে সমতা প্রযোজ্য?
কোন মতবাদ অনুসারে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান?
ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য কয়টি ধারণা জানা প্রয়োজন?
পরিকল্পিত সঞ্চয় ও বিনিয়োগ কোন আয়স্তরে পরস্পর সমান হতে পারে?
বিনিয়োগ থেকে পরিকল্পিত সঞ্চয় বেশি হলে কোনটি কমবে?
অধিক বিনিয়োগ অধিক আয় সৃষ্টি করে বলে কী বাড়ে?
'জাতীয় আয় ভোগ্যদ্রব্য ও বিনিয়োগ দ্রব্যের উৎপাদন ও বিক্রয় হতে আসে'- উক্তিটি কে করেছেন?
কোন ধরনের সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে সমতা প্রযোজ্য নয়?
আনিস সাহেব এক বছরে ২০ হাজার টাকা থেকে প্রকৃত ভোগ ব্যয় বাবদ ১৬ হাজার টাকা খরচ করলে তার প্রকৃত সঞ্চয় কত হবে?
বিনিয়োগ কীসের ওপর নির্ভর করে?
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে আয় বাড়লে কী বাড়ে?
বিনিয়োগ ব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়?
নির্দিষ্ট আয়স্তরে স্বয়ম্ভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগ যোগ করে কী পাওয়া যায়?
'Investment Expenditure' বলতে কী বোঝায়?
কোন ব্যয় আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়?
ধরা যাক, কোনো নির্দিষ্ট সময়ে মি. জামিলের কারখানায় ৫,৫০,০০০ টাকার মূলধন আছে। উৎপাদন বৃদ্ধির জন্য তিনি সেখানে আরও ৮,৫০০ টাকা যোগ করলেন। এখানে নতুন অর্থের সংযোজনকে কী বলা হয়?
সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে কী ধরনের সম্পর্ক দেখা যায়?
প্ররোচিত বিনিয়োগ রেখা কীরূপ?
প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোেগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে
নিচের কোনটি সঠিক?
বিনিয়োগ ব্যয়কে ভাগ করা হয়-
i. প্ররোচিত ভোেগ ব্যয়
ii. স্বয়ম্ভূত বিনিয়োগ ব্যয়
iii. প্ররোচিত বিনিয়োগ ব্যয়
Y=C+I+G+(X-M)= কী হবে?
ভারসাম্য হলো এমন একটা অবস্থা যার মাধ্যমে কয়টি বিপরীত শক্তি পরস্পর সমান হয়?
কী আলোচনা বহির্ভূত রাখলে সামগ্রিক ব্যয় হলো মোট ভোেগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমান?
কোনটি সামগ্রিক ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ?
নিচের কোনটি সঠিক ভারসাম্য আয় স্তরে?
কোনটি ভোগ ব্যয় ও সঞ্চয় এর সমষ্টির সমান?
সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা কী নির্ধারিত হয়?
ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের প্রচলিত পদ্ধতি কয়টি?
সামগ্রিক আয়ের সমষ্টি হলো-
i. বিনিয়োগ ব্যয়
ii. ভোগ ব্যয়
iii. সঞ্চয়
অর্থনীতি বিভক্ত হতে পারে-
i. এক খাত ভিত্তিক অর্থনীতিতে
ii. দ্বি খাতভিত্তিক অর্থনীতিতে
iii. তিন খাতভিত্তিক অর্থনীতিতে
কোনটি আবদ্ধ অর্থব্যবস্থা-
i. C+I
il. C+I+G
iii. C+I+G+(X-M)
দুই খাতের অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের আর্থিক মান হলো-
i. ভোেগ ব্যয়ের সমষ্টি
ii. বিনিয়োগ ব্যয়ের সমষ্টি
iii. সরকারি ব্যয়ের সমষ্টি
দুই খাতের অর্থনীতিতে সামগ্রিক আয়ের মান হলো-
i. বিনিয়োগের যোগফল
ii. পরিবারবর্গের ভোগ ব্যয়
iii. পরিবারবর্গের সঞ্চয়ের যোগফল
বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?
একটি উন্মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?