বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতিতে বিবেচনা করে না-
i. নগদ প্রবাহের সময়কাল
ii. অর্থের সময়মূল্য
iii. সম্পদের ভগ্নাবশেষ মূল্য
নিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং এর উদ্দেশ্য হলো-
i. সম্প্রসারণ
ii. পুনস্থাপন
iii. আধুনিকীকরণ
প্রকল্পটির গড় বিনিয়োগ কত?
'ক' ব্যাংক জনাব সুনীলকে ব্যবসায় প্রসারের জন্য যে ধরনের সহায়তা করে, তা হলো-
i. অর্থ নিরাপদে স্থানান্তর
ii. জীবনযাত্রার মান উন্নয়ন
iii. তথ্য ও পরামর্শ দেওয়া
উদ্বৃত্ত জীবনকাল কত হবে?
মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়-
i. সম্পদ প্রতিস্থাপনের ক্ষেত্রে
ii. তারল্য বৃদ্ধির ক্ষেত্রে
iii. স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে
কোম্পানির গৃহীত প্রকল্পের নিট বর্তমান মূল্য পরিমাপে মূলধন ব্যয় কী হিসেবে ব্যবহৃত হয়?
কোন ধরনের সিদ্ধান্ত পদ্ধতি অনুযায়ী যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে লাভজনকতার ভিত্তিতে বিনিয়োগ করা হয়?
গড় উপার্জন হার পদ্ধতির উদ্দেশ্য কোনটি?
নিচের কোনটি মূলধন বাজেটিং-এর সাথে সম্পর্কিত?
মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ-
i. ঝুঁকি নিরূপণে
ii. সম্পত্তি প্রতিস্থাপনে
iii. ব্যবসায় সম্প্রসারণে
বাট্টাকৃত নগদ প্রবাহ ও পদ্ধতির প্রথম কৌশল কোনটি?
অভ্যন্তরীণ মুনাফার হারের সুবিধাসমূহ হলো-
i. সময়মূল্য বিবেচনা করে
ii. উৎপাদন ব্যয় বিবেচনা করে
iii. সকল নগদ প্রবাহ বিবেচনা করে
মূলধন বাজেটিং-এ ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে ভালো হলো-
একটি ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায়-
i. আদালতের নির্দেশ পেলে
ii. গ্রাহক ইচ্ছা পোষণ করলে
iii. ব্যাংক ইচ্ছা পোষণ করলে
আবিদ তার বন্ধুর মতো ব্যাংক হিসাব খুললে যে ধরনের সুবিধা পাবে-
i. সঞ্চয়ের
ii. ঋণ
iii. অনলাইন ব্যাংকিং
চেকের সবকিছু যথাযথভাবে পূরণ করে শুধু মাত্র টাকার অংক না লিখলে তাকে কোন ধরনের চেক বলে?
কোন চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হয়?
চেকে যিনি আদেশপ্রাপ্ত হন তাকে কী বলে?
জনাব আবিরের জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত হবে?
ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে?
একজন ছাত্রের জন্য কোন ধরনের হিসাব উত্তম?
যে হিসাব নবায়নযোগ্য কিন্তু নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয় তাকে কী বলে?
গ্রাহক কীভাবে ব্যাংকে হিসাব খোলেন?
একটি ব্যাংকে হিসাব খোলার পর মি. শিপনকে একটি জমা রসিদ বই ও চেক বই দেওয়া হলো। তার হিসাবটিতে একটি নির্দিষ্ট সময় পরপর সুদ দেওয়া হয়। মি. শিপনের হিসাবটি কোন ধরনের হিসাব?
স্থায়ী আমানতি অর্থের বিপরীতে কোন সুবিধা পাওয়া যায়?
ব্যাংক হিসাব দ্বারা একজন আমানতকারীর বাড়ে-
1. সামাজিক মর্যাদা
ii. রাষ্ট্রীয় মর্যাদা
iii. আর্থিক প্রতিপত্তি
যে চেকের মেয়াদোত্তীর্ণ হয়েছে তার নাম-
i. বাসি চেক
ii. বাতিল চেক
iii. ফাঁকা চেক
ব্যাংকের প্রতি গ্রাহকের লিখিত নির্দেশকে কী বলে?
আমানতকারীকে কোনটিতে চেক প্রস্তুত করতে হয়?
মি. মাহাদী তার পাওনাদার রোমানের দেনা পরিশোধের জন্য চেকের পাতায় রোমানের নাম উল্লেখ করে একটি চেক তৈরি করে। রোমান এক্ষেত্রে চেকের কোন পক্ষ?
ফর্মটি দ্বারা 'XY' ব্যাংক জানতে পারবে-
i. গ্রাহকের নাম
ii. গ্রাহকের অভ্যাস
iii. গ্রাহকের ঠিকানা
বাংলাদেশে একজন কৃষক ন্যূনতম কত টাকায় ব্যাংক হিসাব খুলতে পারে?
আবেদনকারী একক ব্যক্তি হলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে-
i. পাসপোর্ট সাইজের ছবি
ii. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
iii. চেক বই
ব্যাংক কেন গ্রাহক পরিচিতি (KYC) ফর্ম পূরণ করে?
কীসের মাধ্যমে ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়া হয়?
ব্যাংক ও গ্রাহক চুক্তিবদ্ধ হয় কীভাবে?
স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে আমানতকারীকে প্রথমে কী করতে হবে?
কোম্পানির ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজন হয়-
i. ট্রেড লাইসেন্স
ii. স্মারকলিপি
iii. নিবন্ধনপত্র
চেকে দুই দাগের মাঝে কোনো কোম্পানির নাম থাকলে সেটি কী হবে?
বিশেষ চেকের অন্তর্ভুক্ত হতে পারে যে চেক
i. ভ্রমণকারীর
ii. উপহার
iii. মার্কেট
চূড়ান্ত পর্যায়ে যিনি ব্যাংকের কাছ থেকে টাকা সংগ্রহ করেন তিনি চেকের কি হিসেবে গণ্য করেন?
কোনটির ব্যবহার লেনদেন নিষ্পত্তিতে গতিশীলতা এনেছে?
চেক হস্তান্তরের সাথে সাথে মালিকানাও হস্তান্তরিত হয় কোন চেকের?
ব্যাংকিং সুবিধা বেশি পাওয়া যায় কোন হিসাবে?
কোন হিসাবের ক্ষেত্রে বারবার টাকা জমা দেওয়া এবং উত্তোলনের সুযোগ নেই?
মোজাম্মেল সাহেব একজন ব্যবসায়ী। তার দৈনন্দিন বারবার টাকা জমা দেওয়া ও উত্তোলন করার প্রয়োজন পড়ে। কিন্তু তিনি সঞ্চয়ী হিসাব খোলায় টাকা উত্তোলন করতে পারছেন না। এক্ষেত্রে মোজাম্মেল সাহেবের জন্য উপযুক্ত হিসাব কোনটি?
মি. জামান যমুনা ব্যাংকে হিসাব খুলতে আগ্রহী। হিসাব খোলার জন্য মি. জামান প্রথমেই কোনটি বিবেচনা করবেন?
দাগকাটা চেকের আড়াআড়ি রেখার মাঝখানে লেখা থাকে-
i. প্রাপক হিসাবে প্রদেয়
ii. হস্তান্তরযোগ্য নয়
iii. ব্যাংকের নাম