বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতিতে বিবেচনা করে না-
i. নগদ প্রবাহের সময়কাল
ii. অর্থের সময়মূল্য
iii. সম্পদের ভগ্নাবশেষ মূল্য
নিচের কোনটি সঠিক?
মূলধন বাজেটিং এর উদ্দেশ্য হলো-
i. সম্প্রসারণ
ii. পুনস্থাপন
iii. আধুনিকীকরণ
'ক' ব্যাংক জনাব সুনীলকে ব্যবসায় প্রসারের জন্য যে ধরনের সহায়তা করে, তা হলো-
i. অর্থ নিরাপদে স্থানান্তর
ii. জীবনযাত্রার মান উন্নয়ন
iii. তথ্য ও পরামর্শ দেওয়া
মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়-
i. সম্পদ প্রতিস্থাপনের ক্ষেত্রে
ii. তারল্য বৃদ্ধির ক্ষেত্রে
iii. স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে
মূলধন বাজেটিং অতি গুরুত্বপূর্ণ-
i. ঝুঁকি নিরূপণে
ii. সম্পত্তি প্রতিস্থাপনে
iii. ব্যবসায় সম্প্রসারণে
অভ্যন্তরীণ মুনাফার হারের সুবিধাসমূহ হলো-
i. সময়মূল্য বিবেচনা করে
ii. উৎপাদন ব্যয় বিবেচনা করে
iii. সকল নগদ প্রবাহ বিবেচনা করে
একটি ব্যাংক হিসাব বন্ধ হয়ে যায়-
i. আদালতের নির্দেশ পেলে
ii. গ্রাহক ইচ্ছা পোষণ করলে
iii. ব্যাংক ইচ্ছা পোষণ করলে
আবিদ তার বন্ধুর মতো ব্যাংক হিসাব খুললে যে ধরনের সুবিধা পাবে-
i. সঞ্চয়ের
ii. ঋণ
iii. অনলাইন ব্যাংকিং
ব্যাংক হিসাব দ্বারা একজন আমানতকারীর বাড়ে-
1. সামাজিক মর্যাদা
ii. রাষ্ট্রীয় মর্যাদা
iii. আর্থিক প্রতিপত্তি
যে চেকের মেয়াদোত্তীর্ণ হয়েছে তার নাম-
i. বাসি চেক
ii. বাতিল চেক
iii. ফাঁকা চেক
ফর্মটি দ্বারা 'XY' ব্যাংক জানতে পারবে-
i. গ্রাহকের নাম
ii. গ্রাহকের অভ্যাস
iii. গ্রাহকের ঠিকানা
আবেদনকারী একক ব্যক্তি হলে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে-
i. পাসপোর্ট সাইজের ছবি
ii. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
iii. চেক বই
কোম্পানির ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজন হয়-
i. ট্রেড লাইসেন্স
ii. স্মারকলিপি
iii. নিবন্ধনপত্র
বিশেষ চেকের অন্তর্ভুক্ত হতে পারে যে চেক
i. ভ্রমণকারীর
ii. উপহার
iii. মার্কেট
দাগকাটা চেকের আড়াআড়ি রেখার মাঝখানে লেখা থাকে-
i. প্রাপক হিসাবে প্রদেয়
ii. হস্তান্তরযোগ্য নয়
iii. ব্যাংকের নাম