চেকের সবকিছু যথাযথভাবে পূরণ করে শুধু মাত্র টাকার অংক না লিখলে তাকে কোন ধরনের চেক বলে?
নৌ বিমা ও অগ্নিবিমার মধ্যে মিল রয়েছে এমন ক্ষেত্রগুলো হলো-
i. উভয়ই ক্ষতিপূরণের চুক্তি
ii. উভয় ক্ষেত্রেই বিমাযোগ্য স্বার্থ থাকতে হয়
iii. উভয় ক্ষেত্রেই স্থলাভিষিক্তকরণ নীতি প্রযোজ্য হয়
নিচের কোনটি সঠিক?
চেইন ব্যাংকের বৈশিষ্ট্য হলো-
i. পৃথক সত্তা
ii. নিজেদের মধ্যে প্রতিযোগিতা কমিয়ে আনা
iii. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ
একটা ব্যাংকের ঋণকৃত দায় ১ লক্ষ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১.২৫ লক্ষ কোটি টাকা। ব্যাংকটি কোন নীতি অনুযায়ী ভালো অবস্থায় রয়েছে?
দীর্ঘমেয়াদি সম্পত্তি ক্রয়-বিক্রয়সংক্রান্ত কার্যক্রমকে কী বলা হয়?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও : মি. সিহাব একটি লাভজনক প্রকল্পে ১,২০,০০০ টাকা বিনিয়োগ করলেন, যা থেকে আগামী ৫ বছর যাবত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ১৬,০০০ টাকা, ২৪,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৪২,০০০ টাকা।
প্রকল্পটির ৩য় বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ কত হবে?