মোজাম্মেল সাহেব একজন ব্যবসায়ী। তার দৈনন্দিন বারবার টাকা জমা দেওয়া ও উত্তোলন করার প্রয়োজন পড়ে। কিন্তু তিনি সঞ্চয়ী হিসাব খোলায় টাকা উত্তোলন করতে পারছেন না। এক্ষেত্রে মোজাম্মেল সাহেবের জন্য উপযুক্ত হিসাব কোনটি?
অগ্নিবিমার ক্ষেত্রে মূল বিমাপত্রের সাথে অতিরিক্ত বিমাপত্র ইস্যু করা হলে তাকে কোন ধরনের বিমাপত্র বলে?