ঐচ্ছিক স্নায়ুতন্ত্র যুক্ত থাকে-
i. হৃদপেশির সাথে
ii. স্কেলেটাল মাংসপেশির সাথে
iii. সংবেদী গ্রাহক যন্ত্রের সাথে
নিচের কোনটি সঠিক?
ঐচ্ছিক স্নায়ুকে ভাগ করা যায়-
i. করোটীয় স্নায়ু,
ii. মেরু স্নায়ু
iii. সমবেদী স্নায়ু
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সেসকল স্নায়ু নিয়ে গঠিত যা-
ⅰ. হৃদপিণ্ডের সাথে সংযুক্ত
ii. মসৃণ মাংসপিণ্ডের সাথে সংযুক্ত
iii. রক্তনালির সাথে সংযুক্ত
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে-
ⅰ. হৃদস্পনদনের হার
ii. চক্ষু সঞ্চালন
iii. শ্বাস-প্রশ্বাস
পরাসমবেদী স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ-
i. শরীরের শক্তি সংরক্ষণ
ii. শক্তিকে সঞ্চিত করা
iii. জরুরি অবস্থা মোকাবিলা
পরাসমবেদী স্নায়ু যেসব কাজ সম্পন্ন করে-
ⅰ. হৃৎপিণ্ডের গতিবেগ কমায়
ii. রক্তের চাপ কমায়
iii. চোখের মণিকে ছোট করে
ঝুমার সমস্যা সমাধানে বাবার কী করা উচিৎ?
i. মনোবিজ্ঞানীর পরামর্শ নেয়া
ii. চিকিৎসকের পরামর্শ নেয়া
iii. পুষ্টি বিজ্ঞানীর সাহায্য নেয়া
উল্লিখিত গ্রন্থি হতে হরমোন নিঃসৃত হলে-
i. শরীর দুর্বল হয়ে পড়ে
ii. শরীর কর্মোদ্দীপ্ত হয়
iii. শারীরিক বৃদ্ধি ও মানসিক বৃদ্ধি সাধন হয়
আচরণের জৈবিক ভিত্তি হলো-
i. পরিবেশ
ii. স্নায়ুতন্ত্র
iii. অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ
অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ যে ধরনের কাজ সম্পন্ন করে-
i. শরীরের বৃদ্ধি সম্পর্কিত
ii. মানসিক বিকাশ সম্পর্কিত
iii. ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কিত
মানবদেহের রস ক্ষরণকারী গ্রন্থির ভাগগুলো হলো-
i. সনালি রস ক্ষরণকারী গ্রন্থি
ii. অনালি রস ক্ষরণকারী গ্রন্থি
iii. হরমোন গ্রন্থি
বহিঃক্ষরা গ্রন্থি-
ⅰ. লালা গ্রন্থি
ii. ঘর্ম গ্রন্থি
iii. যৌন গ্রন্থি
সনালি গ্রন্থির উদাহরণ হলো-
i. যৌন গ্রন্থি
ii. ঘর্মগ্রন্থি
iii. অশ্রুগ্রন্থি
অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হলো-
i. থাইরয়েড গ্রন্থি
ii. পিনিয়াল গ্রন্থি
iii. থাইমাস গ্রন্থি