উল্লিখিত স্নায়ুতন্ত্রটি আরও যেসব কাজে অংশ নেয় তা হলো-
i. পরিপাক ক্রিয়ায় বাধা সৃষ্টি করে
ii. যৌন গ্রন্থির ক্রিয়ায় বৃদ্ধি ঘটায়
iii. দেহের উত্তাপ হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে আলোচিত অঙ্গটি নাড়ানোর জন্য দায়ী স্নায়ুটির কাজ-
i. জিহ্বার মাংসপেশি থেকে সংবেদী সংকেত গ্রহণ
ii. চক্ষু সঞ্চালন
iii. জিহ্বার সঞ্চালন
উক্ত স্নায়ুতন্ত্রের কার্যাবলির কারণে-
i. চোখের মণি ছোট হয়
ii. রক্তের চাপ কমে যায়
iii. হৃৎপিন্ডের গতি বাড়ে
উক্ত স্নায়ুতন্ত্রের কাজ-
ⅰ. হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দেয়া
ii. রক্তের চাপ বাড়িয়ে দেয়া
iii. রক্তের সঞ্চালন বাড়িয়ে দেয়া
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ-
i. সমবেদী
ii. সংবেদী
iii. পরা সমবেদী
তীব্র আবেগের সময় আমাদের-
ⅰ. লালাক্ষরণ বন্ধ হয়ে যায়
ii. গলা শুকিয়ে যায়
iii. অতিরিক্ট লালা ঝরে
সমবেদী স্নায়ুতন্ত্র গঠিত হয়-
i. কটিদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে
ii. বক্ষদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে
iii. বস্তিদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে
সমবেদী স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হচ্ছে?
ⅰ. শ্বাসযন্ত্রের ক্রিয়া বাড়ানো
ⅱ. রস্তের চাপ বাড়িয়ে দেয়া
iii. পরিপাক ক্রিয়ার সহায়তা করা
প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কাজ হলো-
1. সংবেদী যন্ত্র থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ুপ্রবাহ বহন করা
ii. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হতে স্নায়বিক উদ্দীপনা মাংসপেশিতে নিয়ে আসা
iii. স্নায়ুপ্রবাহের সমন্বয় সাধন করা
প্রান্তীয় স্নায়ুতন্ত্রের বিভাগগুলো হলো-
i. জলাকৃতি সংগঠন
ii. ঐচ্ছিক স্নায়ু
iii. স্বয়ংক্রিয় স্নায়ু
ঐচ্ছিক স্নায়ুতন্ত্র যুক্ত থাকে-
i. হৃদপেশির সাথে
ii. স্কেলেটাল মাংসপেশির সাথে
iii. সংবেদী গ্রাহক যন্ত্রের সাথে
ঐচ্ছিক স্নায়ুকে ভাগ করা যায়-
i. করোটীয় স্নায়ু,
ii. মেরু স্নায়ু
iii. সমবেদী স্নায়ু
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সেসকল স্নায়ু নিয়ে গঠিত যা-
ⅰ. হৃদপিণ্ডের সাথে সংযুক্ত
ii. মসৃণ মাংসপিণ্ডের সাথে সংযুক্ত
iii. রক্তনালির সাথে সংযুক্ত
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে-
ⅰ. হৃদস্পনদনের হার
iii. শ্বাস-প্রশ্বাস
পরাসমবেদী স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ-
i. শরীরের শক্তি সংরক্ষণ
ii. শক্তিকে সঞ্চিত করা
iii. জরুরি অবস্থা মোকাবিলা
পরাসমবেদী স্নায়ু যেসব কাজ সম্পন্ন করে-
ⅰ. হৃৎপিণ্ডের গতিবেগ কমায়
ii. রক্তের চাপ কমায়
iii. চোখের মণিকে ছোট করে