আবেগকালীন স্নায়ুতন্ত্রের কোন অংশ রক্তে শর্করা পরিমাণ বাড়িয়ে দেয়?
"শাস্তিভীতি সীমিত আকারে হলেও ব্যক্তির আগ্রাসী আচরণকে অনেকাংশ হ্রাস বা নিয়ন্ত্রণ করে"- এটা কে উল্লেখ করেন?
রুথ বেনেডিক্ট-এর মতে, কোন সম্প্রদায়ের আদর্শ হচ্ছে অমায়িকতা, ভদ্রতা ও লৌকিকতা?
নেপোলিয়ন এক সাথে সাতটি চিঠির শ্রুতিলিখন দিতে পারতেন। এটি কোন ধরনের সংলক্ষণ?
শারীরিক বিকাশগত অস্বাভাবিক মানসিক প্রতিবন্ধিতা হয়ে থাকে-
i. ক্রোমোজোমের ত্রুটির জন্য
ii. প্রসবজনিত জটিলতার জন্য
iii. শ্রবণ ও বাকশক্তিগত সীমাবদ্ধতার জন্য
নিচের কোনটি সঠিক?
উদ্দীপক প্রক্রিয়ার একক আচরণকে বিশ্লেষণ করেন কারা?