অশ্মমণ্ডল কোন দুইটি স্তরে বিভক্ত?
মেফিক স্তরের অবস্থান রয়েছে—
i. সমুদ্র তলদেশে
ii. গ্রানাইট শিলাস্তরে
iii. ব্যাসল্ট শিলাস্তরে
নিচের কোনটি সঠিক?
গুরুমণ্ডলের গঠনকারী খনিজগুলো হলো—
i. লোহা ii. ম্যাগনেশিয়াম
iii. অ্যালুমিনিয়াম নিচের কোনটি সঠিক?
'A' ও 'B' মণ্ডলের সংযোগস্থলকে মোহোবিযুক্তি রেখা বলা হয় । উক্ত মণ্ডলের সাথে যে মণ্ডলের মিল রয়েছে-
i. অশ্মমণ্ডল
ii. গুরুমণ্ডল
iii. কেন্দ্রমণ্ডল
গুরুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে –
i. সিলিকন
ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেশিয়াম
অশ্মমণ্ডলে দেখা যায় –
i. সিলিকন, অ্যালুমিনিয়াম
ii. সিলিকন, ম্যাগনেসিয়াম
iii. নিকেল, ফেরাম
পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও উপাদান সম্পর্কে জানা যায় যা থেকে
i. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ii. বায়ুমণ্ডলের চৌম্বকত্ব
iii. ভূমিকম্প তরঙ্গ
পৃথিবীর উপরিভাগে একটি কঠিন পাতলা আবরণের সৃষ্টি হয়েছে -
i. তাপ বিকিরণের ফলে
ii. জমাট বেঁধে
iii. উপরিভাগের চাপে
মহাদেশীয় ভূত্বক গঠনকারী শিলাস্তর- -
i. ফেলসিক
ii. মোহোবিচ্ছেদ
iii. মেফিক
ফেলসিক স্তরের গঠন উপাদান – ¬
i. ম্যাগনেসিয়াম
ii. সিলিকন
iii. অ্যালুমিনিয়াম
মেফিক স্তরের অবস্থান রয়েছে --
ii. মহাদেশের গ্রানাইট স্তরের নিচে
iii. পার্বত্য ভূমিরূপের নিচে
কেন্দ্রমণ্ডলের বাহিরের উপাদানগুলো স্থিতিস্থাপক ও চটচটে অবস্থায় রয়েছে
i. তাপের প্রভাবে
ii. চাপের প্রভাবে
iii. গঠনগত কারণে
জীবমণ্ডলের উপাদান হলো—
i. অশ্মমণ্ডল ও বায়ুমণ্ডল
ii. বায়ুমণ্ডল ও বারিমণ্ডল
iii. অশ্মমণ্ডল ও জীবজগৎ
পৃথিবীর উপরিভাগে একটি কঠিন পাতলা আবরণের সৃষ্টি হয়
i. তাপ বিকিরণ করে তরল হয়ে
ii. পরে জমাট বেঁধে
iii. উপরিভাগের চাপ
পৃথিবীর উপরের কঠিন ও পাতলা শিলাস্তরকে বলে -
i. বারিমণ্ডল
ii. উষ্ণমণ্ডল
iii. অশ্মমণ্ডল
পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার?
হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত?
হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক?
ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণির?
প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে কী বলে?
ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে কী বলে?
চীনের হোয়াংহো কোন ধরনের সমভূমি?
আজ থেকে কত বছর পূর্বে বরফ যুগের পরোক্ষ প্রভাবের ফলে সোপান ভূমিরূপের সৃষ্টি হয়েছিল?
কোনটি ইউরোপের পর্বতমালা?
বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায় ?
‘আগ’ কোন জাতীয় সমভূমি?
জমাট ম্যাগমা দ্বারা গঠিত পর্বতকে কোন পর্বত বলে?
নদী দ্বারা অবক্ষেপনের ফলে পর্বতের পাদদেশে যে সমভূমির সৃষ্টি হয় তাকে কী সমভূমি বলে?
লালমাই পাহাড়ের মাটির রং কীরূপ?
কোন নদীতে পলি জমা হয়ে পাদদেশীয় পলল সমভূমি গঠিত হয়েছে?
'হাইল' হাওর কোন এলাকায় অবস্থিত?
সক্রিয় বদ্বীপ কোন কোন এলাকা জুড়ে বিস্তৃত?
উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতের শ্রেণিবিভাগ কয়টি?
জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
কোন পর্বত গম্বুজাকৃতির হয়?
সমুদ্রপৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত বিস্তীর্ণ স্থলভাগকে কী বলে?
ব্ল্যাক ফরেস্ট ও ভোজ কোন ধরনের পর্বত?
আগ্নেয় পর্বতের উদাহরণ কোনটি?
রাফি মেক্সিকোতে একটি পর্বত দেখল যা গলিত লাভা, ছাই, ভষ্ম, দিয়ে তৈরি। ঐ পর্বত কোন পর্বতের অন্তর্গত?
কোন মহাদেশে সমভূমির পরিমাণ বেশি?
পর্বতবেষ্টিত মালভূমি সৃষ্টি হয় কেন?
পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
হিমালয় কোন ধরনের পর্বত?
হিমালয় পর্বত সৃষ্টির প্রধান কারণ নয় কোনটি?
হিমালয়, রকি ও আল্পস কোন ধরনের পর্বত ?
কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ভারতের দাক্ষিণাত্য মালভূমি কীসের দ্বারা গঠিত?
সমভূমিতে এবং মোহনার কাছে নদীর পলল বহন করার ক্ষমতা কম হয় কেন?
পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বত কোনটি—
পর্বত মধ্যবর্তী পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম মালভূমি কোনটি?