সাহারা মরুভূমির চাঁদ সমভূমি কোন ধরনের সমভূমি?
ইউরোপের উত্তর-পশ্চিমে কোন ধরনের সমভূমি দেখা যায় ?
কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত কেন?
ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত ?
কলোরাডো' মালভূমি কোথায় অবস্থিত?
চ্যুতিস্তূপ পর্বত হচ্ছে—
i. খাড়া ঢালবিশিষ্ট
ii. নরম শিলায় গঠিত
iii. সুস্পষ্ট শৃঙ্গ থাকে না
নিচের কোনটি সঠিক?
আগ্নেয় পর্বতের বৈশিষ্ট হলো—
i. এ পর্বতের আকৃতি মোচার মত
ii. এ পর্বতের স্তর ও জীবাশ্ম থাকে
iii. লাভা সঞ্চিত হয়ে এ পর্বত গঠিত হয়
সমভূমি গঠিত হয়—
i. পলল সঞ্চয়ের মাধ্যমে
ii. হিমবাহ তাড়িত হয়ে
iii. পাহাড় ক্ষয় হয়ে
মালভূমির বৈশিষ্ট্য - -
i. বিস্তীর্ণ উচ্চভূমি
ii. উপরিভাগ প্রায় সমতল
iii. খাড়াভাবে নিচের দিকে বিস্তৃত
প্লাবন সমভূমি নিচের কোথায় দেখা যায়?
বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণির ভূমিরূপের অন্তর্গত?
বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উৎপত্তি অনুসারে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের সমগোত্রীয় কোনটি?
বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় বদ্বীপ দেখা যায়?
পদ্মার উপনদী কোনটি?
লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার?
লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি?
পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে?
অশ্বক্ষুরাকৃতি হ্রদে পলি সঞ্চিত হলে কী গঠিত হয়?
মধুপুর ও ভাওয়াল গড়ের বৃক্ষ -
নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চতুরভূমি রয়েছে?
বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
বাংলাদেশের দিনাজপুর অঞ্চলের সমভূমি কোন ধরনের?
বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা প্রায় কত মিটার?
লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীসের অন্তর্ভুক্ত? :
গঙ্গা বদ্বীপ কয়টি শ্রেণিতে বিভক্ত?
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের উঁচু ভূমিগুলো যা টিলা নামে পরিচিত তাদের সর্বাধিক উচ্চতা কত মিটার?
টারশিয়ারি যুগের পাহাড় সৃষ্টির কারণ কী?
বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ধরনের সমভূমি দেখা যায়?
বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?
নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি?
বরেন্দ্রভূমির মাটির রং কীরূপ?
বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত-
i. রাঙ্গামাটিতে
ii. ময়মনসিংহে
iii. শেরপুরে
টারশিয়ারি যুগের পাহাড় অবস্থিত হলো-
i. রাঙ্গামাটি ও বান্দরবন
ii. খাগড়াছড়ি ও চট্টগ্রাग
iii. সিলেট ও হবিগঞ্জ
প্লাইস্টোসিন যুগের চত্বরের বৈশিষ্ট্য হচ্ছে –
i. প্রাচীন পলল সমভূমি
ii. মাটির রং লালচে ও কংকরময়
iii. স্রোতজ বনভূমি
লালমাই অঞ্চলের মাটি যা দ্বারা গঠিত-
i. নুড়ি
ii. কংকর
iii. বালি
সমুদ্রতল থেকে ১০০০ ফুট বা তারও বেশি উচ্চতাবিশিষ্ট বিস্তৃত ভূভাগকে কী বলে?
শাঙ্কব আকৃতির পাহাড়ের ঢাল সব দিকে সমান হলে সমোন্নতি রেখাগুলো কীরূপ হবে?
বৃত্ত বা উপবৃত্তাকারে সমোন্নতি রেখাগুলোর মান মাঝ বরাবর ক্রমশ বৃদ্ধি পেলে তা কী ধরনের অবস্থান জ্ঞাপন করে ?
মানচিত্রের উভয় প্রান্তে সমোন্নতি রেখাগুলো বৃত্ত বা উপবৃত্তাকারে ক্রমশ ছোট হয়ে কী ধরনের অবস্থা নির্দেশ করে?
সমভূমি অঞ্চলে প্রায়ই শিলারাশি সঞ্চিত হয়ে কোনটির সৃষ্টি হয়?
দুইটি নাতি-উচ্চ শৈলশিরার মধ্যে অনুচ্চ বিস্তৃত ভূভাগকে কী বলে?
নদী উপত্যকা প্রশস্ত কোন অঞ্চলের?
নদী প্রবাহিত অঞ্চলে উপত্যকা কী আকৃতি ধারণ করে?
কোন অঞ্চলের উপত্যকা 'U' আকৃতিবিশিষ্ট হয়?