পরিমিত মাত্রায় খনিজ উত্তোলন করলে আর্থিক লাভের পাশাপাশি কোনটিতে সহায়ক হয়?
জামানের বাবা ছাতক সিমেন্ট কারখানায় চাকরি করে। তিনি দেশের কোন ধরনের শিল্পের সাথে জড়িত?
জলাভূমিতে সৃষ্ট দূষক কোনটি?
নিচের কোন পর্বতগুলো একই ধরনের?
কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ওজনের শতকরা কত ভাগ?
ভূত্বকের উপরের অংশে কোনটির পরিমাণ বেশি?
সিমা স্তরটি যে শিলা দ্বারা গঠিত?
সিয়াল ও সিমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কী?
মহদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত?
মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত?
ভূপৃষ্ঠের কঠিন আবরণ কী নামে পরিচিত?
ভূত্বক যে সমস্ত উপাদানে গঠিত তাকে কী বলে?
শিলা গঠনকারী উপাদানসমূহের মধ্যে কয়টি মৌলিক পদার্থ রয়েছে?
ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
পার্বত্য অঞ্চলে ভূত্বক কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে?
মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের বিদ্যমান?
ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে সিলিকনের পরিমাণ কত?
ভূত্বক গঠনকারী উপাদানের মধ্যে অক্সিজেন কত শতাংশ?
ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণের আলোকে মহাদেশীয় ভূত্বক কোন কোন শিলাস্তর দ্বারা গঠিত?
মহাদেশীয় ভূভাগ জুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান?
মহাদেশীয় ভূত্বকের তলদেশে গড়ে ৩৫ কি. মি. পুরু স্তরকে কী বলে?
ভূপৃষ্ঠের ৩০০ কি.মি. গভীরতায় কোন মণ্ডল অবস্থিত?
ভূত্বকের সিয়াল স্তর কী কী দ্বারা গঠিত?
সিয়াল স্তরে কোন জাতীয় শিলার প্রাধান্য দেখা যায়?
ভূত্বকের মধ্যবর্তী স্তরটি কোন শিলা দ্বারা গঠিত?
গুরুমণ্ডলটি উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এ স্তরের উপাদানগুলো কী অবস্থায় রয়েছে?
গুরুমণ্ডলের শিলাস্তর কোন জাতীয় শিলা দ্বারা গঠিত?
কেন্দ্রমণ্ডলের গঠন উপাদান নিকেল ও লোহা হওয়ায় ভূবিজ্ঞানী সুয়েস এর নাম কী দিয়েছেন?
কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় কত ভাগ দখল করে থাকে?
ভূ-অভ্যন্তরের যে স্তরে পদার্থসমূহ প্লাস্টিকের মতো আচরণ করে তার নাম হলো—
পৃথিবীর গড় তাপমাত্রা কত?
সিমা (Sima) স্তরটিতে যে শিলার প্রাধান্য দেখা যায়—
অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কী বলে?
মোহো বিযুক্তিতলের আবিষ্কারক কে ?
মোহোবিযুক্তিতলকে ভূত্বকের সীমা বলে মেনে নেওয়া হয় কত সালে?
মোহোবিযুক্ত কত সালে আবিষ্কার করা হয়?
ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্তরটির নাম কী?
মহাদেশগুলো প্রধানত কোন জাতীয় শিলায় গঠিত?
পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত?
ভূগর্ভে যে রেখা বরাবর ভূমিকম্পের তরঙ্গের গতি পরিবর্তিত হয়, তাকে কী বলা হয়?
ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত?
কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী কী?
কেন্দ্রমণ্ডলের, পুরুত্ব বা ব্যাসার্ধ কত কি. মি.?
নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার ধরা হয়?
বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে কোন তথ্যটি নির্ভরযোগ্য মনে করেন?
ভূঅভ্যন্তরের কোন স্তর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে?
গুরুমণ্ডলের পদার্থগুলো পানি অপেক্ষা কতগুণ ভারী?
ক্রোফেসিমা কোন মণ্ডলে অবস্থিত?
গড়ে প্রতি ১° অক্ষাংশে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়?
কেন্দ্রমণ্ডলটি উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এ স্তরের উপাদানগুলো কী অবস্থায় রয়েছে?