মাংস সিদ্ধ করার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা উচিত নয় কারণ এতে-
i. প্রোটিনের অপচয় হয়
ii. ভিটামিনের অপচয় হয়
iii. ধাতব লবণের অপচয় হয়
নিচের কোনটি সঠিক?
মাংসের সুন্দর গন্ধ আসে-
i. প্রোটিন থেকে
ii. এক্সটাকটিভ থেকে
iii. খনিজ লবণ থেকে
মাছের তত্ত্বসমূহ নরম তাই মাছ রান্না করতে হয়
i. কম তাপে
ii. কড়া ভেজে
iii. অল্প সময়ে
সবিতা বাজার থেকে মাছ কিনে আনেন। রান্নার জন্য তিনি যা যা করবেন -
i. ভালোভাবে পরিষ্কার পানিতে ধুবেন
ii. মৃদু তাপে রান্না করবেন
iii. ঢাকনা দিয়ে রান্না করবেন
সবজি রান্নার সময় লক্ষ রাখতে হবে -
i. সবজি কেটে ধুতে হবে
ii. পাত্রের মুখ ঢেকে অল্প সময়ে রান্না করতে হবে
iii. বারবার নাড়াচাড়া করা যাবে না।
আসমার বাচ্চার অসুস্থতার কারণ কী?
আসমার বাচ্চার উক্ত অবস্থা প্রতিরোধে করণীয় - i. রান্নার 'পাত্র পরিষ্কার রাখাii. বিশুদ্ধ পানি পান করাiii. প্রচুর তরল খাবার ও পানি পান করানিচের কোনটি সঠিক?
পল্লি অঞ্চলের জনগণ পান করে-i. টিউবওয়েলের পানিii. মিউনিসিপলিটির পানিiii. বিভিন্ন উৎসের পানিনিচের কোনটি সঠিক?
সুষ্ঠু স্যানিটেশনের জন্য আমরা -i. বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন কর্মসূচির সম্প্রসারণ ঘটাতে পারিii. বিশুদ্ধ পানির গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে পারিiii. পাঠ্যপুস্তকে বিষয়টির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে পারিনিচের কোনটি সঠিক?
খাদ্য ও পানিবাহিত রোগ - i. কলেরাii. ডায়াবেটিসiii. ডায়রিয়ানিচের কোনটি সঠিক?
টাইফয়েডের জীবাণু আমাদের দেহে প্রবেশ করে- i. খাদ্যের মাধ্যমেii. পানির মাধ্যমেiii. দুধের মাধ্যমেনিচের কোনটি সঠিক?
খাদ্য ও পানিবাহিত রোগের কারণ - i. ময়লা ও নোংরা হাতে খাবার গ্রহণii. পানি না ফুটিয়ে পান করাiii. তেলযুক্ত খাদ্য বেশি গ্রহণনিচের কোনটি সঠিক?
রোগ জীবাণু প্রতিরোধে হাত পরিষ্কার করতে হবে - i. খাবার খাওয়ার আগেii. রান্না করার আগেiii. খাদ্য পরিবেশনের পূর্বেনিচের কোনটি সঠিক?
সংক্রামক রোগীর কাপড় পরিষ্কারের ক্ষেত্রে - i. সবার কাপড়ের সাথে ধুতে হবেii. কাপড় ফুটিয়ে নিতে হবেiii. কাপড় রোদে শুকাতে হবেনিচের কোনটি সঠিক?
কাঁচা মাংস, ডিম, দুধ, মাছ ইত্যাদির মাধ্যমে কোন রোগের জীবাণু বিস্তার লাভ করে?
স্যালমোনেলোসিস রোগ থেকে রক্ষা পাবার জন্য খাদ্যদ্রব্য নাড়াচাড়া করার সময় আমাদের কোন বিষয়টির দিকে লক্ষ রাখতে হবে?
স্টেফাইলোকক্কাস এর জীবাণু কত তাপমাত্রায় বিষ তৈরি করে এবং খাদ্য দূষিত করে?
খাদ্য গ্রহণের কত ঘণ্টা পর স্টেফাইলোকক্কাস রোগের লক্ষণ প্রকাশ পায়?
ক্লোসট্রিডিয়াম বটুলিনাম ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিষ বা টক্সিন কোন রোগের সৃষ্টি করে?
ব্যাসিলারি ডিসেন্ট্রি নামক রোগটি কোন জীবাণুর আক্রমণে হয়ে থাকে?
জাহিদ সিগেলা নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এর লক্ষণ কত দিনের মধ্যে প্রকাশ পাবে?
পানি মানুষের মলমূত্র দ্বারা দূষিত হলে মাছ ও খোসাযুক্ত মাছে কোন জীবাণু পাওয়া যায়?
ভিবরিও কলেরা নামক জীবাণু দ্বারা আক্রান্ত হলে কত সময়ের মধ্যে লক্ষণ প্রকাশ পায়?
এন্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে?
কোন জীবাণুটি নোনা পানির মাছে থাকতে পারে?
সরিষার তেলে ভেজাল হিসেবে মেশানো হয় - i. সয়াবিন তেলii. পাম তেলiii. কৃত্রিম রং, গন্ধ, ঝাঁঝনিচের কোনটি সঠিক?
ভেজাল দুধ খেয়ে শিশুদের দেখা দিতে পারে -i. পাকস্থলির সমস্যাii. চোখের সমস্যাiii. স্নায়ুতন্ত্রের সমস্যানিচের কোনটি সঠিক?
চাল, ডাল প্রভৃতিতে ভেজাল হিসেবে দেয়া হয় - i. পাথর, বালি, কাঁকরii. কৃত্রিম রংiii. মবিলনিচের কোনটি সঠিক?
বাজারে যে সকল ফুটজুস পাওয়া যায় তাতে ব্যবহৃত হয় - i. টেক্সটাইল রংii. কৃত্রিম গন্ধiii. ঘন চিনিনিচের কোনটি সঠিক?
ভেজাল খাবারের ফলে আমাদের দেশে -i. কর্মক্ষম লোকের সংখ্যা কমছেii. মানুষ মেধাশূন্য হয়ে পড়ছেiii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছেনিচের কোনটি সঠিক?
মুড়িতে কোন রাসায়নিক দ্রব্য মেশানো হয়?
ফলমূলে কোন রাসায়নিক দ্রব্য মিশ্রিত করা হয়?
কোন খাবারটিতে ভেজাল হিসেবে কাঠের গুঁড়া মেশানো হয়?
জিলাপি, বেগুনি, পেঁয়াজু ইত্যাদিতে কাঠের বার্ণিশের বিষাক্ত রং মেশানো হয় কেন?
ফল দ্রুত পাকানোর জন্য কী করা হয়?
রং মেশানো সবজি বেশি দিন খেলে মানুষের দেহে কী ঘটে?
মুড়ি, চিনি ইত্যাদিতে হাইড্রোজ ব্যবহার করা হয় কেন?
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী?
নিম্নমানের ওষুধ সেবনের ফলে মানুষের কোনটি হচ্ছে?
কোনটির ব্যবহারে হৃৎপিণ্ডের মাংশপেশি শক্ত হয়ে যায়?
খাদ্যে ভেজালের পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করছে। এর কারণ হলো -i. জনসংখ্যার চাপii. অর্থনৈতিক সমস্যাiii. মূল্যবোধের অবক্ষয়নিচের কোনটি সঠিক?
ফরমালিন দ্রব্যটি ব্যবহৃত হয়- i. ট্যানারি শিল্পেii. ক্যামিকেল ইন্ডাস্ট্রিতেiii. প্লাস্টিক কারখানায়নিচের কোনটি সঠিক?
রিয়াদ কোন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়েছে?
উক্ত অবস্থা প্রতিরোধের জন্য- i. খাদ্য ক্যানিংয়ের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবেii. উল্লিখিত খাদ্য পরিহার করতে হবেiii. বাজারের নিম্ন এসিডযুক্ত খাদ্য গ্রহণ পরিহার করতে হবে নিচের কোনটি সঠিক?
ভিবরিও প্যারাহিমোলাইটিকাস জীবাণু শরীরে প্রবেশ করলে কত সময়ের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়?
স্যালমোনেলোসিস রোগের স্যালমোনেলা ব্যাকটেরিয়া কত প্রকারের হতে পারে?
কোন রোগে লিভারের কার্যক্ষমতা নষ্ট হতে পারে?
স্যালমোনেলোসিস রোগের লক্ষণগুলো হলো- i. বমি বমি ভাবii. মাথা ব্যথাiii. ডায়রিয়ানিচের কোনটি সঠিক?
স্যালমোনেলোসিস রোগ প্রতিরোধের উপায় হলো- i. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্য নাড়াচাড়া করাii. যথাযথ পদ্ধতিতে খাবার রান্না করাiii. যথাযথ উপায়ে খাদ্য সংরক্ষণ করানিচের কোনটি সঠিক?
ভিবরিও কলেরা নামক জীবাণু দ্বারা আক্রান্ত হলে হতে পারে -i. পেটের পীড়াii. কলেরাiii. ডায়রিয়ানিচের কোনটি সঠিক?