একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গ মিটার। এর উচ্চতা ১২ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করুন।
m+1m=a হলে m3+1m3 এর মান নির্ণয় করুন।
বার্ষিক শতকরা ৬ টাকা হার চক্রবৃদ্ধি মনুফায় ২৫০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
x-1x=4 4 হলে, প্রমাণ করুন যে, x4+1x4=322.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমকোণী বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১৮ সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি. হবে?
A man engaged a worker on the condition that he would pay him Tk.30,000 and one uniform after one year of service. The worker served only 9 months and got Tk 22,000 and a uniform. What is the price of the uniform?
The price of 3 horses is same as the cost of 5 cows. If total cost of 4 horses and 6 cows is Tk 1900, find the cost of one horse.
A man won a lottery of Tk.20,00,000. He gave 2/5 of the amount to his wife and 1/4 of the balance to his son. He donated 2/9 of the balance amount. How much money was donated?
Reena took loan of Tk 1200 at simple interest rate for as many years as the rate of interest. If she paid Tk.432 as interest at the end of the loan period, what is the rate of interest?
A square and an equilateral triangle have equal perimeters. If the diagonal of the square is 12√2 cm, then what is the area of the triangle?
১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুন ছিল। ৪ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ২ গুন হবে। বর্তমানে কার বয়স কত?
এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কিনে ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশী হলে ৫% ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
উৎপাদকে বিশ্লেষণ করুনঃx2 + x +1
সমাধান করুনঃ
54x-15= 23x+1
১০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল। সেগুলোর ২৫ অংশ তার বোনকে এবং ১৩ তার ভাইকে দিল। তার কাছে ৪টি কলম অবশিষ্ট রইল। শ্যামল কয়টি কলম কিনেছিল?
একটি শ্রেণিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৮ জন। ঐ শ্রেণিতে ৪৮ জন ছাত্রী থাকলে শতকরা কতজন ছাত্র আছে?
একটি জমির ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার। যার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। জমিটির চার দেয়ালের মোট দৈর্ঘ্য (পরিসীমা) কত?