একটি শ্রেণিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৮ জন। ঐ শ্রেণিতে ৪৮ জন ছাত্রী থাকলে শতকরা কতজন ছাত্র আছে?
হামিদ সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন। বার্ষিক ১০% হার মুনাফায় ৬ বছরে মুনাফাসহ আসল কত টাকা হবে।
x2-3xy-40y2 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা করে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
রফিক ২৪০ টাকায় কতগুলো আম কিনল। সে যদি ঐ টাকায় একটি আম বেশি পেতো তবে প্রতিটি আমের দাম গড়ে এক টাকা কম পড়তো । সে কতগুলো আম কিনল?