একটি জমির ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার। যার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। জমিটির চার দেয়ালের মোট দৈর্ঘ্য (পরিসীমা) কত?
যদি x - y = ৪ এবং xy= 5 হয়, তবে x3- y3 + 8(x+y)2 এর মান কত?
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
১(এক) বর্গফুট সমান কত বর্গইঞ্চি ?
একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেলো এবং ৭% পণ্য চুরি হয়ে গেলো। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?
কোন মূলধন ৩ বছরে সুদে-আসলে ১১০০ টাকা হয়। সুদ আসলের ৩৮ অংশ হলে আসল ও সুদের হার কত?