ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যা ১৩ দ্বারা বিভাজ্য কিন্তু ৪, ৫, ৬ ও ৯ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে।
LCF of 4, 5, 6, 9 equal 180
180*7+1= 1261 which is divisible by 13 and remaining is 1 divisible by 4, 5, 6, and 9.
=1261
একটি শহরের জনসংখ্যা প্রতি বছর শতকরা ৪ জন করে বৃদ্ধি পায় এবং ঐ শহরের জনসংখ্যা ছিল ২০,০০,০০০ জন। ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
৪০ কিলোগ্রাম দ্রবণে পানি এবং চিনির অনুপাত ৮ঃ১ । ঐ দ্রবণে কী পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি ও চিনির অনুপাত ৮০ঃ১৯ হবে?
৮ক + ১ক = ৪০
বা, ক = ৪০/৯
এখন,
বা, ৮ x (৪০/৯) : (৪০/৯ +খ) = ৮০/১৯
বা, ৪০ + ৯খ = (৩২০ x ১৯ )/ ৮০
বা, ক = ৪
৮০ ফুট দীর্ঘ এবং ৬০ ফুট বিস্তৃত একটি বাগানের ঠিক মাঝখানে ৫ ফুট বিস্তৃত দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ২টি রাস্তা আছে। প্রতি বর্গফুট ২৫ টাকা হারে ঐ রাস্তা ঢালাই করতে কত খরচ হবে?
কোন একজন মহিলার ২৪০৭৫ টাকা ছিল। তিনি নিজের জন্য ৬৭৫ টাকা রেখে অবশিষ্ট টাকা স্বামী, মা এবং কন্যাদ্বয়ের মধ্যে ১৪ঃ১৬ঃ২৩ অনুপাতে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা কত পেল?
সরল করুন: b+a-b1+ab1-(a-b)b1+ab-a-a-b1-ab1-a(a-b)1-ab÷ab+ba
উৎপাদকে বিশ্লেষণ করুন: a3-3a2b+2b2
সমাধান করুন: 2x+3y=1 , 5x-2y=1112
যদি কোনো ত্রিভুজ ABC এর AB2=AC2+BC2 হয়, তবে প্রমাণ করুন যে, ∠C= একসমকোণ।
৫ ইঞ্চি ব্যাসার্ধবিশিষ্টে বৃত্তে একটি সমবাহু ত্রিভুজ অন্তর্লিখিত আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।