গ্রীন হাউস কাকে বলে? গ্রীণ হাউস ইফেক্ট কী? এই ইফেক্ট প্রক্রিয়ার নাম এরূপ হল কেন?
তাপ বিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের তুলনামূলক সুবিধা ও অসুবিধাজনক দিকসমূহ আলোচনা করুন। কোন কোন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে এসব কুপ্রভাব নেই?
ভিটামিন “এ” ও “ডি” এর কাজ কী? এদের অভাবে কী হয়?
এসিড, ক্ষারক ও ক্ষার এর সংজ্ঞা লিখুন। রাজা কাকে বলে?
বায়ুর উপাদানগুলাে কী কী? মৌসুমি বায়ু বলতে কী বুঝায়?
নবায়নযােগ্য জ্বালানী বা শক্তির উৎস কোনগুলাে? এ বিষয়ে বাংলাদেশ এর অবস্থান সম্পর্কে লিখুন।
অবলোহিত রশ্যি কী? এটি কী কী কাজে ব্যবহৃত হয়?
এইচআইভি কী? এটি কী রােগ সৃষ্টি করে?
কৃষি ও স্বাস্থ্যে পারমাণবিক শক্তির ব্যবহার বর্ণনা করুন। এ বিষয়ে বাংলাদেশের সাফল্য কতটুকু?
কোলেস্টেরল কী এবং মানব দেহে ইহা কী ক্ষতি করে?
“সুস্থ পৃথিবীর জন্য চাই সুস্থ সমুদ্র”- এই শ্লোগানের উপর মন্তব্য করুন।
বন উজাড়ের ফলে পরিবেশের কী কী ক্ষতি হয়?
নাইট্রোজেন চক্র বর্ণনা করুন এবং কৃষিতে এর উপকার ব্যাখ্যা করুন।
প্যারাসাইট ও ভাইরাস বলতে কী বুঝায়? এরা কীভাবে দেহকে রুগ্ন করে?
আর্সেনিক কী? পানিতে কীভাবে আর্সেনিক দূষণ ঘটে?
রােগ নিরূপণে EEG, ECG এবং CT Scan এর কার্যপ্রণালী ব্যাখ্যা করুন।
স্থির বিদ্যুৎ ও চলবিদুৎ-এর মধ্যে পার্থক্য কী?
ইলেকট্রিক কলিং বেল কীভাবে কাজ করে?
চুম্বক এবং চুম্বকত্ব কাকে বলে?
এক্স-রে কী? চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব কী? |