বঙ্কিমচন্দ্রের রচনারীতির উত্তৰ্ষতা অনস্বীকার্য।
সূশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত।
সকলের সহযােগীতায় আমি স্বার্থকতা লাভ করতে চাই।
ঝুড়িতে রাখা সমস্ত মাছগুলাের আকার একই রকমের।
তাহার শুশ্রুষা ও সান্তনায় আমি শক্তি ও উৎসাহ পাইলাম।
এমন অসহ্যনীয় ব্যাথা কখনাে অনুভব করিনি।
স্ব স্ব ভূমির পুষ্করিনী পরিষ্কার করার নিমিত্ত কর্তৃপক্ষ পুরস্কার ঘােষণা করিয়াছে।
কবির শােকসভায় বিশিষ্ট বুদ্ধিজীবিরা শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছে।
তিনি সানন্দিত চিত্তে সম্মতি দিলেন।
সে যে ব্যাকরণের বিভিষীকায় ভিত নয়, আশা করি তুমি তা জান।
নদীর তীরের সব জমিগুলাে আমার আয়ত্ত্বাধীনে আছে।
ভূমিকম্পে উর্ধমুখী দালানটি ধ্বসে পড়লাে।
মাছের মার পুত্রশােক।
পরিপত্র
মুচলেকা
সমঝােতা-স্মারক
সংশ্লেষণ
কুম্ভলকবৃত্তি
প্রত্ন-উৎস।
যদি সে নিরপরাধ হয়, তাহলে সে মুক্তি পাবে। (যৌগিক বাক্য) ।
পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব কিছু নেই। (সরল বাক্য)।
তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। (জটিল বাক্য)।
জ্ঞানীদের পথ অনুসরণ কর, দেশের কল্যাণ হবে। (সরল বাক্য)
তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? (যৌগিক বাক্য)
তােমাকে দেওয়ার মত আমার কিছুই নেই। (জটিল বাক্য)
যে সহে, সে রহে।
অভাগার গরু মরে, ভাগ্যবানের বউ মরে।
চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন।
ডাক ও খনার বচনের বৈশিষ্ট্য আলােচনা করুন।
বড়ু চণ্ডীদাসের পরিচয় দিন।
বৈষ্ণব পদাবলি কী? এগুলাে কোন শতাব্দীর রচনা?
বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্যদেব কেন স্মরণীয়?
মধ্যযুগের সাহিত্যের সঙ্গে আধুনিক যুগের সাহিত্যের মৌলিক পার্থক্য কী?
রােসাঙ্গ রাজসভার পৃষ্ঠপােষকতায় কী ধরনের সাহিত্য রচিত হয়? সে সাহিত্যের সংক্ষিপ্ত | পরিচয় দিন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়?
রবীন্দ্রনাথের ছােটগল্পের ‘নারী-ব্যক্তিত্ব' শিরােনামে একটি অনুচ্ছেদ লিখুন।
'বীরবলী গদ্যে'র স্রষ্টা কে? এ গদ্যের বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করুন
নজরুলের কথাসাহিত্যে নিম্নবর্গের জীবন সম্পর্কে সংক্ষেপে আলােকপাত করুন।
কল্লোল-যুগ' বলতে কী বােঝেন? এ যুগের সাহিত্যকে কেন 'ত্রিশােত্তর সাহিত্য” বলা হয়?
অ্যাবসার্ড নাটক কী? বাংলাদেশে যে-সব নাট্যকার অ্যাবসার্ড নাটক লিখেছেন তাঁদের নামােল্লেখ করুন।
শামসুর রাহমানের কবি-প্রতিভার পরিচয় দিন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক যে কোনাে এটি উপন্যাসের ঘটনাংশ বর্ণনা করুন।