স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়ােজন, তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়ােজন সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার । সত্যের প্রতি শ্রদ্ধাবােধহীন জাতি যতই চেষ্টা করুক, তাদের আবেদন নিবেদনে ফল হয় না। যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী, সেখানে দু'চারজন সত্যনিষ্ঠকে বহু বিড়ম্বনা সহ্য করতে হয়, দুর্ভোগ পােহাতে হয়। কিন্তু মানুষ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে সে-কষ্ট সহ্য না করে উপায় নেই।