নমি আমি প্রতি অনে, আদ্বিজ চণ্ডাল। প্রভু ক্রীতদাস। সিঙ্গুমূলে জলবিন্দু, বিশ্বমূলে অণু; সমগ্রে প্রকাশ! নমি কৃষি-তদ্ধজীবী, স্থপতি, তক্ষক, কর্ম, চর্মকার! অদ্রিতলে শিলাখণ্ড – দৃষ্টি অগােচরে, বহ অদ্রিভার! কত রাজ্য, কত রাজা গড়িছ নীরবে হে পূজ্য , হে প্রিয় ! একত্বে বরেণ্য তুমি, শরণ্য এককে আত্মার আত্মীয়।