আলোর প্রতিফলন দুই প্রকার যথা:১ নিয়মিত প্রতিফলন ২ ব্যাপ্ত প্রতিফলন
কোনো নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ক্রটিপূর্ণ জিনকে সঠিক করার পদ্ধতি হলো জিন থেরাপি। ক্রটিপূর্ণ জিনকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কেটে সেখানে সঠিক জিন প্রবেশ করানো হয়। জিন থেরাপি দুইটি উপায়ে করা যায়।
১। গবেষণাগারে সঠিক জিনযুক্ত কোষ সৃষ্টি করা হয়। এরপর রোগীর দেহে ইনজেক্ট করা হয়।
২। ভাইরাসকে পরিবর্তন করে বাহকে পরিনত করা হয়। এরপর মানুষের টার্গেট কোষে প্রবেশ করা হয়। টার্গেট কোষে সঠিক জিন সংযুক্ত করা হয়। ফলে রোগমুক্ত হয়।