বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক সঞ্চিতি
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)
গুদাম রসিদ ঋণ
গুদাম রসিদ ঋণ হলো এক ধরনের ঋণ, যেখানে কৃষক বা উৎপাদক তার উৎপাদিত পণ্য গুদামজাত করে রাখার পর সেই গুদামজাত পণ্যের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। এই প্রক্রিয়ায়, গুদাম রসিদটি ঋণের নিরাপত্তা হিসেবে কাজ করে। এই ধরনের ঋণ সাধারণত কৃষি পণ্য যেমন ধান, গম ইত্যাদির জন্য প্রযোজ্য হয়, যেগুলো বাজারে বিক্রি করার আগে কিছু সময়ের জন্য গুদামজাত করে রাখা হয়। এই ঋণের মাধ্যমে কৃষকরা তাদের পণ্য বাজারে ভালো দামে বিক্রি করার সুযোগ পায় এবং তাদের আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে পারে।