ডিপ লিটার পদ্ধতিতে বর্ষাকালে লিটারের পুরুত্ব কত থাকা ভালো?
ডিপ লিটারে মুরগির ঘরে উকুন দেখা দিলে কী ব্যবহার করতে হবে?
ডিপ লিটার পদ্ধতির চেয়ে খাঁচা ঘর পদ্ধতিতে কতগুণ বেশি মুরগি পালন করা যায়?
মুক্ত পালন পদ্ধতিতে কয়টি মুরগি পালন করা যায়?
মুরগির মুক্ত পালনের সুবিধা হলো-
i. বাইরে থেকে খাদ্য সরবরাহ প্রয়োজন হয় না
ii. বিদেশি মুরগি পালন করা যায়
iii. মুরগিগুলো আপনা আপনি গৃহস্থের বাড়িতে আশ্রয় নেয়
নিচের কোনটি সঠিক?
ডিপ লিটার পদ্ধতি মুরগি পালনে -
i. শ্রমিক খরচ কম
ii. ঘর প্রতিদিন পরিষ্কার করতে হয় না
iii. লিটার থেকে বায়োগ্যাস তৈরি হয়
নিচের কোনটি শরীরে সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে?
নিচের কোনটি দেহের পেশি গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে সহায়তা করে?
নিচের কোনটি ডিমপাড়া মুরগির জন্য বেশি উপকারী?
চালের খুদে কোন ভিটামিন বেশি থাকে ?
মুরগির খাদ্য প্রস্তুত করার সময় কত শতাংশ শস্যজাত আমিষ যোগ করতে হবে?
তিলের খৈলে কোন অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে?
শুষ্ক রক্তচূর্ণে শতকরা কতভাগ আমিষ থাকে?
জামাল কামাল পদ্ধতিতে চিংড়ি সংরক্ষণ করে?
জামালের আহরণকৃত চিংড়ি হলো- i. হরিণাii. গুঁড়াiii. চালিনিচের কোনটি সঠিক?
আন্তর্জাতিক বন দিবস কত তারিখে?
বিশ্বে প্রতিদিন কত বর্গ কিলোমিটার বন উজাড় হচ্ছে?
আমাদের দেশে সরকার নিয়ন্ত্রিত মোট বনভূমির পরিমাণ শতকরা কতভাগ?
বন বিভাগ নিয়ন্ত্রিত প্রাকৃতিক বনভূমির পরিমাণ আমাদের দেশের মোট আয়তনের কত শতাংশ?
কাগজ শিল্পে ব্যবহৃত বনজ সম্পদ কোনটি?
হিরণ পয়েন্ট কোথায় অবস্থিত?
পাহাড়ি বনের আয়তন কত লক্ষ হেক্টর?
প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কোন বন বিশ্ব ঐতিহ্য হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে ?
কোন বনের মাটি ক্ষারীয় প্রকৃতির?
বাংলাদেশে প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের পরিমাণ প্রায় কত লক্ষ হেক্টর?
চিরসবুজ বনের বৃক্ষ কোনটি?
গাছের প্রজাতি ও বনায়নের উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি বনায়নকে প্রধানত কত শ্রেণিতে ভাগ করা যায়?
পরিকল্পিতভাবে সৃষ্টি করা নতুন বনকে কী বলে ?
সড়ক ও বাঁধ বনে রোপণ উপযোগী বৃক্ষ কোনটি?
সামাজিক বনের আয়ের শতকরা কত অংশ বনায়নকারী প্রতিষ্ঠান নেয়?
কোন ধরনের বনায়নে ভূমির সর্বোত্তম ব্যবহার হয়?
জ্বালানি কাঠের কত শতাংশ বসতবাড়ির বন হতে আসে?
সামাজিক বনায়ন বিধিমালা তৈরি হয় কত সালে?
কত সালে চট্টগ্রামে ভূমিহীনদের নিয়ে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়?
বৃক্ষের চারা রোপণের উত্তম সময় কোনটি?
দুই সারি করে গাছ লাগালে কত মিটার দূরে দূরে গাছ লাগানো উচিত?
ডাল ছাঁটাইয়ের তীব্রতার ভিত্তিতে প্রুনিংকে কতভাগে ভাগ করা যায়?
গাছে প্রুনিং সাধারণত কখন করতে হয়?
গাছের শিকড় ছাটাই করাকে কী বলে?
উচ্চ কেন্দ্র ট্রেনিং করা হয় কোন গাছে?
কাঠ প্রদানকারী গাছে সাধারণত কোন ধরনের ট্রেনিং করা হয়?
লতাজাতীয় ফলগাছে কোন ধরনের ট্রেনিং করা হয়?
বাসক পাতার রস ব্যবহৃত হয়-i. কাশি নিরাময়েii. চর্ম রোগ নিরাময়েiii. যক্ষ্মা নিরাময়েনিচের কোনটি সঠিক?
বৃষ্টিপাত বৃদ্ধির কারণ-i. গাছের প্রস্বেদন বৃদ্ধিii. ঘন নিবিড় বনাঞ্চলiii. জলীয় বাষ্পের আধিক্যনিচের কোনটি সঠিক?
পাহাড়ি বনের উদ্ভিদ-i. পশুরii. চাপালিশiii. তেলসুরনিচের কোনটি সঠিক?
সমন্বিত কৃষি-বন-মৎস্য খামারের বৈশিষ্ট্য হলো-i. জ্বালানি কাঠ ও পশু খাদ্য উৎপাদন করা হয়ii. এটি পারিবারিক মৌলিক চাহিদার ভিত্তিতে প্রতিষ্ঠিতiii. এটি উঁচু ও নিচু জমির সমন্বয়ে করতে হয়নিচের কোনটি সঠিক?
কৃষি বনায়নের ক্ষেত্রে প্রয়োজন-i. কম ছায়া প্রদানকারী বৃক্ষii. ছায়া সহ্যকারী ফসলiii. পত্রবারা বৃক্ষনিচের কোনটি সঠিক?
প্রাতিষ্ঠানিক বনের উদ্দেশ্য হলো-i. বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধিii. ভূমিক্ষয় রোধ করাiii. জলবায়ুর পরিবর্তনে বাধা দেওয়ানিচের কোনটি সঠিক?
সামাজিক বন-i. রাস্তাঘাট ও খাস জমিতে বনii. বসতবাড়িতে বনiii. চর জমিতে বননিচের কোনটি সঠিক?
সামাজিক বনায়নের উপকারীভোগী হতে পারেন-i. অসচ্ছল মুক্তিযোদ্ধাii. দুঃস্থ মহিলাiii. ২০ শতাংশ ভূমির মালিকনিচের কোনটি সঠিক?