আউশ ধানের স্থানীয় জাত হলো-
i. ধারিয়াল
ii. গাজী
iii. কটকতারা
নিচের কোনটি সঠিক?
ধানের চারা রোপণের জন্য-
i. প্রতি গুছিতে ২-৩টি চারা থাকবে
ii. মাটির ২-৩ সেমি গভীরে রোপণ করতে হয়
iii. চারার মাথায় হাতের আঙ্গুল রাখতে হয়
ডিবলিং পদ্ধতি অবলম্বন করার জন্য দরকার-
i. ৩০-৩৫ কেজি বীজ প্রতি হেক্টরে
ii. পাহাড়ি এলাকা
iii. পর্যাপ্ত পরিমাণ রস
আসলাম তার ১০ শতক আউশ ধানের জমিতে প্রয়োগ করবে
i. ৪০০ গ্রাম জিঙ্ক
ii. ১৬০ গ্রাম জিপসাম
iii. ৩ কেজি টিএসপি
গজারিয়া গ্রামের কৃষকের জমিতে করল। তারা পোকা দমন করবে মাজরা পোকা আক্রমণ
i. পরিমিত সার ব্যবহার করে
ii. ডিমের গাদা সংগ্রহ করে
iii. আলোর ফাঁদ পেতে
আলোর ফাঁদ ব্যবহার করে দমন করা যায়-
i. গান্ধি পোকা
ii. ছাতরা পোকা
iii. পাতা ফড়িং
ধানের প্রধান রোগ হলো-
i. পাতা ধ্বসা
ii. খোল ধ্বসা
iii. কাণ্ড পচা
ধানের মাজরা পোকার প্রতিরোধী জাত হলো-
i. বি আর ১
ii. বি আর ২২
iii. বি আর ২১
ধানের বাদামি গাছ ফড়িং প্রতিরোধী জাত হলো-
i. ব্রি ধান ৩১
ii. ব্রি ধান ৩২
iii. ব্রি ধান ৩৫
ধানের কান্ড পচা রোগ-
i. তিলবীজের মতো দাগ সৃষ্টি করে
ii. Sclerotium oryzae দ্বারা হয়
iii. বাইরের খোলে আক্রমণে করে
টুংরো রোগ দমন করা যায়-
i. পোকা দমন করে
ii. আগাছা দমন করে
iii. ম্যালাথিয়ন প্রয়োগ করে
ম্যালাথিয়ন প্রয়োগে দমন করা যায়-
i. পামরি পোকা
ii. লেদা পোকা
iii. পাতা মোড়ানো পোকা
ধান পাকলে
i. উপরের অর্ধেক ৮০% শক্ত হয়
ii. নিচের অর্ধেক ২০% শক্ত হয়
iii. লেদাপোকা বেশি ক্ষতি করে
স্থানীয় জাতের আমন চাষের জন্য সার প্রয়োজন?
i. ইউরিয়া ৩৬০ গ্রাম
ii. টিএসপি ৩৫০ গ্রাম
iii. জিঙ্ক ৩০ গ্রাম
বাতাসে আর্দ্রতা বেশি থাকলে
i. ফলন ভালো হয়
ii. পোকা বেশি হয়
iii. রোগজীবাণুর আক্রমণ হয়
ধানের পাতার ক্ষতি করে-
i. চুঙ্গি পোকা
ii. গান্ধি পোকা
iii. পামরী পোকা
কৃষি কর্মকর্তা গণি মিয়াকে ধানের জমি হতে সকল পানি বের করে পোকা দমন করতে বললেন। তার জমিতে আক্রমণ করেছিল-
iii. বাদামি গাছ ফড়িং
ধানের রোগ দমনের আধুনিক কারিগরি পদ্ধতি হলো-
i. কীটনাশক প্রয়োগ
ii. রোগাক্রান্ত গাছ তুলে ফেলা
iii. পূর্ব ফসল পুড়িয়ে ফেলা
বোরো ধানের চারা রোপণ করতে হয়-
i. ২০-২৫ সে. মি. দূরত্বে সারি করে
ii. ১৫-২০ সে. মি. গোছা করে
iii. মাটির ২-৩ সে. মি. গভীরে
জমি তৈরিতে সেচ দরকার
i. প্রাথমিকভাবে ভিজাতে ৫০ ভাগ
ii. ১০০০-১২০০ মি.লি.
iii. জমি তৈরির সময় ৩০ ভাগ
সেচ দিতে পিভিসি পাইপ ব্যবহার করলে
i. ২-৪ ভাগ পানির অপচয় কম হয়
ii. ২-৪ ভাগ জমির অপচয় কম হয়
iii. উঁচু নিচু জমি ব্যবহার করা যায়
সেচের পানি অপচয় কম হয়-
i. দরমুজ করা নালার মাধ্যমে
ii. পিভিসি পাইপের মাধ্যমে
iii. কাঁচা নালার মাধ্যমে
পোকার আক্রমণে ফলন নষ্ট হয়-
i. বোরো ধানে ২৪%
ii. আউশ ধানে ২৪%
iii. আমন ধানে ১৮%
বাদামি দাগ রোগ আক্রমণে দাগ পড়ে-
i. পাতায়
ii. কাণ্ডে
iii. দানায়
পাতা ধ্বসা রোগের আক্রমণে
i. পাতায় ছিদ্র হয়
ii. পাতা ঝলসে যায়
iii. মেনকোজেব দিতে হয়
ড্রাম সিডারের সাহায্য বীজ বপন করলে
i. শ্রম-সাশ্রয় হয়
ii. ফসলের জীবনকাল ১০ দিন কমে
iii. ফলন ১০- ১৫ ভাগ বেশি হয়
ড্রাম সিডারের জন্য অঙ্কুরিত বীজ হবে
i. ৪ - ৫ মিমি দৈর্ঘ্যের i
ii. একটি ধানের সমান
iii. একটি ধানের ৫ গুণ পরিমাণ