বেশি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় চাষ হয়-
i. কলা, পেঁপে
ii. চা, আনারস
iii. রাবার, লেবু
নিচের কোনটি সঠিক?
দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ ফসল-
i. যেকোনো দিবা দৈর্ঘ্যে পুষ্পায়ন সম্ভব
ii. যেকোনো আর্দ্রতায় জন্মাতে সক্ষম
iii. যেকোনো তাপমাত্রায় জন্মাতে পারে
বাংলাদেশে জলবায়ুভিত্তিক অঞ্চল কয়টি?
শীতকালের সর্বোচ্চ তাপমাত্রা কত?
বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে প্রাণিসম্পদের ওপর কী প্রভাব ফেলে?
কোন আবহাওয়ায় হাঁস-মুরগির বেঁচে থাকা কঠিন?
বাংলাদেশের ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চলের অন্তর্গত-
i. বৃহত্তর খুলনা, ফরিদপুর ও জামালপুর
ii. বরিশালের উত্তর অংশ, কুমিল্লা ও টাঙ্গাইল
iii. ময়মনসিংহের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পাবনা ও যশোর
বড় দিনের উদ্ভিদের উদাহরণ হলো-
i. মুলা ও বীট
ii. লেটুস, ঝিঙা
iii. গম ও রাই
রবি মৌসুমে চাষকৃত ফসলের নাম-
বায়ুমণ্ডলের কয়টি স্তর রয়েছে?
বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হলো-
বাংলাদেশে প্রায় শতকরা কত ভাগ ভূমি সমতল?
মৌসুমি বায়ুর ইংরেজি শব্দ কী?
আবহাওয়ার সাথে সম্পর্ক রেখে ফসল উৎপাদনের মৌসুমকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
রবি মৌসুম হলো-
মধ্য জুন থেকে মধ্য অক্টোবর পর্যন্ত সময়কে কী বলা হয়?
দীর্ঘদিবসী ফসল কোনটি?
দিবা দৈর্ঘ্য নিরপেক্ষ ফসল কোনটি?
আলোক অসংবেদনশীল জাত কোনটি?
মৌসুমি বায়ুর সূত্রপাত ঘটে কত বছর আগে?
খরা সহনশীল ফসল কোনটি?
ভূপৃষ্ঠের ওপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে কী বলে?
যে সকল উদ্ভিদ দিন বা রাতের দৈর্ঘ্য দ্বারা প্রভাবিত হয় না তাদের কী বলে?
শাকসবজির ফুল ও ফল উৎপাদনকালে তাপমাত্রা কেমন থাকা উচিত?
বিভিন্ন উদ্যান ফসলের মধ্যে রয়েছে-
i. যব, পাট
ii. ফুল, ফল
iii. মসলা, শাকসবজি
পাহাড়ের ঢালে বেশি বৃষ্টিপাতের কারণে চাষ হয়
i. কলা
iii. নারিকেল, বেল
রবি মৌসুমের বৈশিষ্ট্য হলো-
i. দিনের দৈর্ঘ্য ছোট হয়
ii. বৃষ্টিপাতের পরিমাণ বেশি
iii. তাপমাত্রা কম থাকে
হ্রস্বদিবসী ফসলের মধ্যে রয়েছে-
i. পাট, মসুর
ii. সরিষা, ডালিয়া
iii. তামাক, মটরশুঁটি
দিবালোক দৈর্ঘ্যের প্রবক্তা হলেন-
i. গার্নার
ii. অ্যালার্ড
iii. উইলোবী
সারা বছর চাষোপযোগী ফসল-
i. পেঁয়াজ
ii. রসুন
iii. টমেটো
নিচের কোনটি ঠিক?
আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনগুলো?
i. ব্রিধান-২৯.
ii. টমেটো
iii. সয়াবিন
সাধারণত খরা-সহিষ্ণু ফসলের-
i. মূল দৃঢ় হয়
ii. শাখা-প্রশাখা যুক্ত
iii. পাতা কম হয়
নিরক্ষীয় অঞ্চলে দিনের স্থিতিকাল কত ঘণ্টা?
দিন রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম কী?
কৃষি জলবায়ুর উপাদান
i. দিবাদৈর্ঘ্য, পাহাড়-পর্বত
ii. দিবাদৈর্ঘ্য, তাপমাত্রা
iii. বায়ুর আর্দ্রতা, জলপাত
বাংলাদেশে শীতকাল কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বিস্তৃত?
নিচের কোনগুলো গ্রীষ্মকালের ফসল?
খরিপ-১ মৌসুমে নিচের কোনটি হয়?
ফসল উৎপাদনের সময় জানতে নিচের কোনটি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক?
বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে-
i. বিভিন্ন ধরনের ফসল জন্মে
ii. মাটির গঠন উন্নত হয়
iii. গবাদিপশু ও পাখি পালন হয়
কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়া-
i. দৈনিক পরিবর্তনশীল
ii. মাটির গুণাবলিতে প্রভাব ফেলে
iii. মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়
ফসলের পরিচর্যায় প্রভাব বিস্তার করে নিচের কোনটি?
নিচের কোনটির কারণে আবহাওয়া ও জলবায়ুর তারতম্য ঘটে?
লিচুর ফলন কোথায় ভালো হয়?
চায়ের ফলন কোথায় ভালো হয়?
রবি মৌসুমের বৈশিষ্ট্য কোনটি?
বাংলা কোন কোন মাস ব্যাপি খরিপ-১ মৌসুম গঠিত?
বাংলা কোন কোন মাস ব্যাপি খরিপ-২ মৌসুম গঠিত?
বাংলা কোন কোন মাস নিয়ে খরিপ মৌসুম গঠিত?