ফসল চাষের উপযোগী আপেক্ষিক আর্দ্রতা
i. শীতকালে ৭৫-৮০%
ii. বর্ষাকালে ৮০-৯২%
iii. গ্রীষ্মকালে ৭৮-৮৮%
নিচের কোনটি সঠিক?
কোনো স্থানের জলবায়ুー
i. দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা
ii. ফসলের জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে
iii. মাটির গুণাবলিতে প্রভাব ফেলে
ফসলের খরা সহ্যকরণ কৌশল-
i. সুপ্তাবস্থা
ii. পাতা ঝরানো
iii. মোটা কোষ প্রাচীর
বেশি বৃষ্টিপাত হয়
i. সমুদ্রের কাছে
ii. মেরু অঞ্চলে
iii. বিষ্ণুবীয় অঞ্চলে
পাট, রাবার চাষ করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হলো-
i. সর্বনিম্ন ১৫-১৮০ সে
ii. সর্বোত্তম ৩১-৩৭০ সে
iii. সর্বোচ্চ ৩৮-৫০° সে
বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়-
i. সালোকসংশ্লেষণ
ii. পরাগায়ন
iii. লবণাক্ততা
পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ার কারণ-
i. কলকারখানার প্রসার
ii. বৃক্ষনিধন
iii. নগরায়ণ
জলবায়ু পরিবর্তনের ফলে
i. অনিয়মিত ও অসময়ে বৃষ্টিপাত হয়
ii. শুষ্ক মৌসুমে বেশি বৃষ্টিপাত হয়
iii. বন্যার ভয়াবহতা ও সংখ্যা বৃদ্ধি পায়
প্রতিকূল পরিবেশে উদ্ভিদ সুপ্তাবস্থায় বেঁচে থাকে
i. কন্দ হিসেবে
ii. বাল্ব হিসেবে
iii. রাইজোম হিসেবে
জলোচ্ছ্বাসের কারণে
i. পানি দূষিত হয়
ii. পরিবেশ স্বাস্থ্যকর হয়
iii. জীবজন্তু মারা যায়
খরাজনিত সমস্যা হলো
i. কাঁচা ঘাসের অভাব
ii. ব্রয়লার ও লেয়ার মুরগির মৃত্যু
iii. গবাদিপশুর পেট ফেঁপে যাওয়া
সমভাবাপন্ন জলবায়ুর বৈশিষ্ট্য
i. পরিমিত বৃষ্টিপাত
ii. তীব্র শীতকাল
iii. আর্দ্র গ্রীষ্মকাল
দিবস নিরপেক্ষ ফসল
i. বেগুন
ii. ধুন্দল
iii. টমেটো
রবি মৌসুমে ফসল উৎপাদিত হয়
i. কম তাপে
ii. কম বৃষ্টিপাতে
iii. অধিক আর্দ্র বায়ুতে
খরিফ-১ মৌসুমের বৈশিষ্ট্য-
i. শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি
ii. দিনের দৈর্ঘ্য বেশি বড়
iii. তাপমাত্রা কম
আলোক নিরপেক্ষ উদ্ভিদ কোনগুলো?
i. ব্রিধান ২৯
ii. টমেটো
iii. সয়াবিন
মাটিতে পানি সেচের সময় ও সেচের পানির পরিমাণ নির্ধারণ করা হয় i. মাটির ভৌত বৈশিষ্ট্য যাচাই করেii. মাটিস্থ অণুজীবের কার্যাবলি যাচাই করেiii. মাটিতে পানির পরিমাণ যাচাই করেনিচের কোনটি সঠিক?
শহীদুল্লাহর জমিতে উক্ত পানি সরবরাহের ফলে- i. জৈব পদার্থের পচন ত্বরান্বিত হবেii. উপকারী অণুজীবের কার্যাবলি বাড়বেiii. ক্ষতিকর পোকার পরিমাণ বাড়বেনিচের কোনটি সঠিক?
ফসলের ফলন নির্ভর করে -
i. তাপমাত্রা
ii. আলো
iii. আর্দ্রতা
শাকসবজি উৎপাদনকালে কখন তাপমাত্রা কম প্রয়োজন?
i. ফুল ও ফল উৎপাদনকালে
ii. দৈহিক বৃদ্ধিকালে
iii. পরাগায়নের কালে