উমাইয়া বংশের আধিপত্য প্রতিষ্ঠার ফলে ইসলামি প্রজাতন্ত্রের আমূল পরিবর্তন সাধিত হয়-
i. শাসননীতির
ii. আদর্শের
iii. অর্থনীতির
নিচের কোনটি সঠিক?
মুয়াবিয়া ইসলামের সাধারণতান্ত্রিক আদর্শের মূলে চরম আঘাত হানেন-
i. রাজতন্ত্রের প্রতিষ্ঠা করে
ii. প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে
iii. মনোনয়ন প্রথার পরিবর্তন করে
রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের পর বায়তুল মালের উদ্বৃত্ত অর্থ-
i. জনহিতকর কার্যে ব্যবহার করা হতো
ii. নিজেদের মধ্যে বণ্টন করা হতো
iii. ইসলামের সেবায় নিয়োজিত ব্যক্তিদের মধ্যে বণ্টন করা হতো
মজলিস-উশ-শূরায় বিস্তারিত আলোচনা হতো-
i. শাসনসংক্রান্ত বিষয়সমূহ
ii. জনস্বার্থ সম্পর্কিত বিষয়সমূহ
iii. অন্যান্য জরুরি বিষয়সমূহ
মহানবি (সা.) উপলব্দি করেন যে, শক্তিশালী ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সকল শ্রেণির লোকের সহযোগিতা একান্ত প্রয়োজন। এজন্য তিনি আরবদের মধ্যে দমন করেছিলেন-
i. বর্ণবৈষম্য
ii. গোত্রকলহ
iii. বিরোধিতা
রাজনৈতিক কুফা হতে দামেস্কে স্থানান্তর করার ফলে-
i. রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিরিয়াবাসিগণ সর্বময় ক্ষমতার অধিকারী হয়
ii. মদিনা ও কুফাবাসী রাজকার্যে তাদের গুরুত্ব হারায়
iii. রাজ্যের উন্নতি সাধিত হয়
মুয়াবিয়া তাঁর গুণাবলি দ্বারা সমগ্র সিরিয়া প্রদেশে সুশাসন প্রতিষ্ঠা করেন। তাঁর গুণাবলির মধ্যে উল্লেখযোগ্য-
i. কর্মক্ষমতা
ii. কর্তব্যনিষ্ঠা
iii. প্রশাসনিক ক্ষমতা
মুয়াবিয়া একজন সুদক্ষ এবং প্রতিভাবান শাসক ছিলেন। বাক্যটিতে মুয়াবিয়ার যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
i. দক্ষতা
ii. ক্ষমতা
iii. প্রতিভা
মুয়াবিয়া ছিলেন-
i. একজন শ্রেষ্ঠ বক্তা
ii. বিনয় স্বভাবের লোক
iii. মার্জিত রুচি এবং শ্রেষ্ঠ স্বভাবের লোক
ইয়াজিদ ছিলেন-
i. পাপাসক্ত
ii. নীতিজ্ঞানহীন
iii. মদ্যপায়ী
ইয়াজিদের শাসনকাল দুষ্কর্মের জন্য কুখ্যাত, কেননা তার শাসনামলে-
i. হোসাইনকে হত্যা করা হয়
ii. মদিনা লুণ্ঠন করা হয়
iii. কা'বার ওপর হামলা ও অগ্নিসংযোগ করা হয়
আবু-সুফিয়ান গোত্রের অবসান ঘটার কারণ-
i. দ্বিতীয় মুয়াবিয়ার প্রশাসনিক দুর্বলতা
ii. শাসনকর্তাগণের আধিপত্যের বিস্তার
iii. শাসনকর্তাদের স্বাধীনভাবে কার্যপরিচালনা ক্ষমতা
আব্দুল মালিক ছিলেন একজন-
i. কঠোর শাসক
ii. বিজয়ী বীর
iii. বিখ্যাত নির্মাতা
আব্দুল মালিক খালিদ-বিন-ইয়াজিদকে স্বীয় দলভুক্ত করেন-
i. প্রলোভন দ্বারা
ii. কৌশল দ্বারা
iii. অর্থের দ্বারা
খলিফা আব্দুল মালিকের অন্যতম কৃতিত্ব হলো-
i. জাতীয় টাকশাল নির্মাণ
ii. আরবি মুদ্রার প্রচলন
iii. ডাক ব্যবস্থার প্রচলন