একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π; তাদের মধ্যে পথ পার্থক্য কত?
নিচের কোনটি চার্জ প্রবাহ হারের একক?
এন্ট্রাপর এসআই একক হলো-
আপতিত ফোটনের শক্তি কত?
নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি কত?
কোনটি তেজস্ক্রিয় ক্ষয়ে নিঃসরিত হতে পারে না?
বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিমাণ কত?
যদি বর্তনীর 'A' কোষটিকে 'B' কোষের সাথে বিপৱতিক্রমে সংযোগ দেয়া হয় তাহলে কোন বক্তব্যটি সঠিক হবে?
বর্তনীর মোট তড়িচ্চালক বল—
অ্যাম্পিয়ার ঘণ্টা কীসের একক?
1.8Ω রোধের একটি অ্যামিটার 2A তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। 20A তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে?
অসমবর্তিত আলোক রশ্মিকে সমবর্তিত আলোক রশ্মিতে রূপান্তর করা সম্ভব কোন প্রক্রিয়ায়?
তরঙ্গমুখের বৈশিষ্ট্য হলো—
i. তরঙ্গমুখের প্রতিটি কণা একই দশায় থাকে
ii. তরামুখের সাথে অডিও অভিলম্ব আলোক রশ্মির দিক নির্দেশ করে
iii. নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সর্বদা সমান্তরাল হবে
নিচের কোনটি সঠিক?
কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল নির্ভর করে এর—
এনট্রপির বেলায় প্রযোজ্য—
i. এর কোনো পরম মান নেই
ii. প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন
iii. অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে
ভূ-সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব –
ফোটনের ভরবেগ হলো—
( 101001)2 এর ডেসিমেল মান কত?
তাপ উৎসের তাপমাত্রা কত?
নিচের কোন বিক্রিয়ার ফলে নিউক্লিয় চুল্লিতে শক্তি উৎপাদন করা হয়?
স্থির চাপে একটি গ্যাসে তাপ প্রয়োগ করায় এর—
i. তাপমাত্রা বেড়ে যাবে
ii. বহিছে কাজ সম্পন্ন হবে
iii. আয়তন বেড়ে যাবে
A গোলক কতটি ইলেকট্রন হারিয়েছে?
উপরোল্লিখিত উদ্দীপকের ক্ষেত্রে-
i. A ও B গোলকের পৃষ্ঠে তড়িৎ বিতদের মান সমান ।
ii. A ও B গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্যের মান সমান
iii. A ও B গোলফের পৃষ্ঠের আধান ঘনত্ব সমান
কোনো পদার্থের কার্যাপেক্ষক 4eV. সর্বোচ্চ যে তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করলে ফটোইলেক্ট্ৰন নির্গত হয়, তা-
নিচের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে dQ - dw হয়?
γ=53 এর জন্য কোনটি সঠিক?
IC ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা-
△Q ধনাত্মক হয় যখন-
i. সিস্টেমের অন্তঃস্থশক্তি বৃদ্ধি পায়
ii. সিস্টেমে তাপ সরবরাহ করা হয়
iii. সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়
রুদ্ধ তাপ প্রসারণে গ্যাসের শক্তির উৎস হল-
যদি বায়ুপূর্ণ একটি বেলুন ফেটে যায়, প্রক্রিয়াটিতে-
i. কাজ সম্পন্ন হয়েছে
ii. অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা কমে গেছে
iii. এনট্রপির পরিবর্তন হয়েছে
তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ হলো-
i. dW=TdS-dU
ii. dU=TdS-pdV
iii. dW=TdS-CVdT
একটি কার্নো ইঞ্জিন হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে। এর দক্ষতা কত?
একটি ইঞ্জিনের উৎস ও গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 1200 K ও 300 K। নিচের কোনটি এর দক্ষতা হতে পারে না?
স্বতঃস্ফূর্ত পরিবর্তনে -
আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি-
কুলম্বের সূত্র
i. কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য
ii. গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য
iii. মাধ্যমের উপর নির্ভর করে
সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে। দূরত্বে (r > R) তড়িৎ প্রাবল্য হলো-
একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে চারটি বিন্দু আধান আছে। যাদের মান যথাক্রমে -Q.-q, 2q এবং 2Q । Q ও এ এর মধ্যে নিচের কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে?
একটি তড়িৎ দ্বি-পোলের জন্য তড়িৎ প্রাবল্য কীরূপে পরিবর্তিত হয়?
একটি তড়িৎ দ্বিমেরুর বিভব-
i. দ্বিমেরুর অক্ষ থেকে দুরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
ii. দ্বিমেরুর অক্ষ থেকে দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক
iii. শূন্য, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে
গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ লেখচিত্রের গ্রেডিয়েন্ট (নতি) হবে-
সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে-
i. প্রত্যেক পাতের ক্ষেত্রফলের ওপর
ii. পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?'
একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য 150 V। ধারকে সঞ্চিত শক্তি-14.9 × 10-7J। ধারকের ধারকত্ব কত?
কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হলো-
i. এর দ্বারা চৌম্বক বল নির্ণয় করা যায় না।
ii. অনিয়মিত আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য নয়
iii. বস্তুদ্বয়ের দূরত্বের তুলনায় এদের আকার ক্ষুদ্র হতে হবে
দ্বিমেরুটিকে তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে কত টর্কের প্রয়োজন হবে?
বর্তনীর তুল্য ধারকত্ব কত হবে?
একটি তারের রোধ 2 ওহম। এ তারটির উপাদান ও প্রস্থচ্ছেদ ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে যে রোধ পাওয়া যাবে-
নিচের কোন এককটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয়ক সমীকরণ নিচের কোনটি?
একটি তারকে টেনে লম্বা করলে-
ⅰ, আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়
ii. রোধ বৃদ্ধি পায়
iii. রোধ হ্রাস পায়