স্থির চাপে একটি গ্যাসে তাপ প্রয়োগ করায় এর—
i. তাপমাত্রা বেড়ে যাবে
ii. বহিছে কাজ সম্পন্ন হবে
iii. আয়তন বেড়ে যাবে
নিচের কোনটি সঠিক?
জড় প্রসঙ্গ কাঠামোতে বল প্রয়োগ ব্যতিরেকে-
i. স্থির বস্তু স্থির থাকে
ii. গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে
iii. বস্তুর গতির পরিবর্তন ঘটতে পারে
উদ্দীপকটি পড়ে ৫নং প্রশ্নের উত্তর দাও : তাহমিদ ও তমাল দুজনই ৭ম শ্রেণির ছাত্র। এরা দুজনই একটি স্কুল বিল্ডিং-এর নিচ তলা থেকে দৌড়ে 15m উচ্চতায় ছাদে উঠল। এতে এদের সময় লাগে যথাক্রমে 6 সে. ও 5 সে.। তাদের ভর যথাক্রমে 60 kg ও 50kg। এদের দুজনের মধ্যে
i. তাহমিদ বেশি কাজ করেছে
ii. তমাল কম কাজ করেছে
iii. তমাল বেশি ক্ষমতা প্রয়োগ করেছে
নিচের কোনটি সঠিক ?