তড়িৎ দ্বিমেরু ভ্রামক
i. একটি ভেক্টর রাশি
ii. এর একক Cm²
iii. দিক ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি পোলার ডাইইলেকট্রিক পদার্থ নয়?
ক্লোরিনের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত?
গোলাকার পাত ধারকের ব্যাসার্ধ অর্ধেক করলে ধারকত্ব পূর্বের কতগুণ হবে?
পৃথিবীর ব্যাসার্ধ 6500 km এর ধারকত্ব কত?
কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব 1F হলে এর ব্যাসার্ধ হবে-
কোনো পরিবাহীর ধারকত্ব নির্ভর করে এর-
i. আকারের উপর
ii. মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ওপর
iii. তাপমাত্রার উপর
একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 2m2 । এর মাঝে 1mm পুরু বায়ুস্তর থাকলে ধারকত্ব হবে-
গোলকের পরিবাহীর ধারকত্ব উহার ব্যাসার্ধের-
বায়ুতে একটি সমান্তরাল পাতধারকের প্রতি পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব 8.854 × 10-12Cm-2 । ধারকের অভ্যন্তরে K = 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত পদার্থ প্রবেশ করানো হলে তড়িৎ প্রাবল্য হবে-
একটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 0.04m2 পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.002m এবং বিভব পার্থক্য 60V । ধারকের একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত জুল?
ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্ব-
i. বৃদ্ধি পাবে
ii. হ্রাস পাবে
iii. অপরিবর্তিত থাকবে
গোলকটির ধারকত্ব কত?
উল্লিখিত উদ্দীপকের ক্ষেত্রে-
i. বিন্দুতে বিভব 12π∈∘d
ii. O বিন্দুতে প্রাবল্য শূন্য
iii. A বিন্দুতে বিভব q2π∈∘d
যদি দুটি ধারক শ্রেণি সমবায়ে থাকে এবং দ্বিতীয় ধারকের ধারকত্ব প্রথম ধারকের চারগুণ হয় তবে উক্ত সমবায়ের সমতুল্য ধারকের ধারকত্ব ২য় ধারকের কতগুণ হবে?
12µF বিশিষ্ট তিনটি ধারক শ্রেণিতে সংযুক্ত হলে তুল্য ধারকত্ব -
বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের-
চার্জিত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা কোনটি?
একটি চার্জিত ধারকের শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে নিচের কোন সমীকরণের সাহায্যে?
ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের-
i. ধারকত্বের ওপর
ii. চার্জের ওপর
iii. বিভব পার্থক্যের ওপর
একটি আহিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হলো-
i. U=12QV2
ii. U=12CV2
iii. U-=12Q2C
পরিবর্তনশীল ধারক-
i. এর ধারকত্ব প্রয়োজনমত হ্রাস-বৃদ্ধি করা যায়।
ii. এর বিভব 20 kV পর্যন্ত হতে পারে
iii. কতকগুলো পরস্পর সংযুক্ত অর্ধ-বৃত্তাকার সমান্তরাল পাত স্থির অবস্থায় থাকে
∮E.dS=q∈∘ এটি-
৮ ব্যাসার্ধের গোলকীয় তলের কেন্দ্রে q=8.854 × 10-8C চার্জ রাখা আছে। উক্ত তল থেকে নিঃসৃত তড়িৎ ফ্লাক্সের মান
গাউসীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ তড়িৎ চার্জ কত?
তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায়-
i. কুলম্বের সূত্র থেকে
ii. অ্যাম্পিয়ারের সূত্র থেকে
iii. গাউসের সূত্র থেকে
চার্জের আকার বড় হলে তড়িৎ বলের ওপর কোন বলের প্রভাব পড়ে?
অনিয়ত আকৃতির চার্জিত বস্তুর জন্য তড়িৎ বল নির্ণয়ে নিচের কোন সূত্র ব্যবহৃত হয়?
চার্জ দুটির মধ্যবর্তী বলের মান কত?
+4C চার্জের পরিবর্তে - 4C চার্জ স্থাপন করা হলে আধানদ্বয়ের মধ্যকার স্থির তড়িৎ বলের মান-
বর্গক্ষেত্রের কেন্দ্রে নিট তড়িৎ ক্ষেত্রের দিক বর্গক্ষেত্রের সাপেক্ষে কোন দিকে হবে?
কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সবচেয়ে বেশি হবে?
B বিন্দুর বিভব কত?
চিত্র হতে-
i. B বিন্দুর প্রাবল্য শূন্য
ii. O ও A বিন্দুর বিভব সমান
iii. A বিন্দুর প্রাবল্য 3.6 × 1014 NC-1
উদ্দীপকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত?
উদ্দীপক অনুসারে-
i. P বিন্দুতে বিভব Q বিন্দুতে বিভবের চেয়ে বেশি
ii. P ও Q বিন্দুর প্রাবল্য শূন্য
iii. ছোট গোলকের ধারকত্ব, বড় গোলকের ধারকত্বের চেয়ে বেশি
গোলকদ্বয়ের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে?
উক্ত গোলকটির ধারকত্ব কত?
গোলকটিতে 5 × 10-12 C চার্জ প্রদান করা হলে এর বিভব কত হবে?
ধারকের ধারকত্ব কত হবে?
ধারকটির ধারকত্ব বৃদ্ধির জন্য পাত দুটিকে-
i. দূরে সরাতে হবে
ii. কাছাকাছি আনতে হবে
iii. বড় করতে হবে
বর্তনীর তুল্য ধারকত্ব কত?
বর্তনীটির C1 ধারককে C2 ও C3 এর সহিত সমান্তরালে সংযুক্ত করলে সঞ্চিত মান পূর্বের মানের কত গুণ হবে?
উদ্দীপকের বর্তনী অনুসারে সঞ্চিত শক্তি ও ধারকগুলো সমান্তরালে সংযুক্ত অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত কত?
ধারকদ্বয়ের তুল্য ধারকত্ব কত?
ধারকদ্বয়ের বিভব পার্থক্যের অনুপাত-
উদ্দীপকের পানি যদি একই পরিমাণ বরফ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে একই সময়ে বরফের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?
তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধ-পরিবাহীর তড়িৎ পরিবাহীতার কী ঘটবে?
রোধের বিপরীত রাশি নিচের কোনটি?
তাপমাত্রা স্থির রেখে একটি তারকে টেনে ও গুণ করা হলে রোধ কত গুণ হবে?