চার্জিত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা কোনটি?
একটি সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করার জন্য কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে-
একটি চাকার জড়তার ভ্রামক 10 kg m2 । চাকাটিতে 10 rads-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে?
সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভেতর কোন শক্তি সঞ্চিত থাকে ?
অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে—
i আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে এটি তৈরি করা যায়।
ii. তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়
iii. এটি বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
কোনো কণার উপর প্রযুক্ত নিট টর্ক শূন্য হলে কণাটির কৌণিক ভরবেগ-