মাদার কম্পিউটার লি. ৩,০০০ টাকা লিখিত মূল্যের ১৫% অগ্রাধিকার শেয়ার ২,৫০০ টাকা বিক্রয় করলে ঐ মূলধনের ব্যয় কত হবে?
বাংলাদেশের এই ভূখন্ডে কত সালে সর্বপ্রথম শেয়ার মার্কেট কার্যক্রম শুরু হয়েছিল?
কোনটি হতে প্রাপ্ত আয় নির্দিষ্ট নয়?
এককপ্রতি স্থায়ী ব্যয় কত?
যন্ত্রপাতির বিক্রয়জনিত লাভ নগদ প্রবাহ বিবরণীর কোন ধরনের কার্যাবলির অন্তর্ভুক্ত?
১০,০০০ একক উৎপাদনে প্রতি এককের স্থায়ী খরচ কত?
হাসান সাহেব যদি ২০০ ছাত্র ভর্তি করে ৫০,০০০ টাকা মুনাফা করতে চায়, তবে প্রতি ছাত্রের টিউশন ফি কত নির্ধারণ করলে চলবে?
ডিবেঞ্চার হতে প্রাপ্ত আয় কীরূপ?
একটি বন্ড অবহারে বিক্রয় হওয়ার কারণ হতে পারে-
i. বাজারে সুদের হারের পরিবর্তন
ii. ফার্মের ঝুঁকির পরিবর্তন
iii. দেশের অর্থনৈতিক মন্দা
নিচের কোনটি সঠিক?
ব্যক্তিগত উপস্থাপন পদ্ধতিতে কোম্পানি কার নিকট শেয়ার বিক্রির প্রস্তাব দেয়-
i. বিনিয়োগ কোম্পানির কাছে
ii. বিভিন্ন ব্যাংকের কাছে
iii. সাধারণ জনগণের কাছে
ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ও বিনিয়োগের উদ্দেশ্যে সংগৃহীত তহবিলকে কী বলা হয়?
কোম্পানি বিলুপ্ত হলে সম্পদ বিক্রির অর্থ সবার আগে কে পায়?
মূলধন ব্যয়ের সঙ্গে কোম্পানির মূল্যের কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
SIBL লি. কর্তৃক ইস্যুকৃত বন্ডটির নাম কী?
ACI লি. কর্তৃক ইস্যুকৃত বন্ডটির নাম কী?
'Stock Spilt'-এর উদ্দেশ্য কোনটি?
যদি কুপন সুদের হার ও প্রত্যাশিত আয়ের হার সমান হয় এবং একটি বন্ড অভিহিত মূল্যে বিক্রয় ও অধিহারে পরিশোধ করা হয় তা হলো-
i. বন্ডটির অন্তর্নিহিত মূল্য অভিহিত মূল্যের বেশি হবে
ii. মেয়াদপূর্তিতে আয়ের হার কুপন সুদের হারের থেকে বেশি হবে
iii. চলতি আয়ের হার কুপন সুদের হারের সমান হবে
সুনির্দিষ্ট জামানতযুক্ত অর্থায়ন কোনটি?
ডিউলিপ কোম্পানি লি. ১৫% সুদে ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করল। ঐ কোম্পানির কর হার ৩০% হলে কর সমন্বয়কৃত ঋণ মূলধনের ব্যয় কত?
ব্যবসায়ে দীর্ঘমেয়াদি মূলধন ব্যবহার করা হয়-
i. আসবাবপত্র ক্রয়ে
ii. দালানকোঠা ক্রয়ে
iii. স্থায়ী সম্পদ ক্রয়ে
বাংলাদেশে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হলো-
i. বিনিয়োগকারী
ii. কোম্পানি
iii. সরকার
উদ্দীপকে গাজী লিমিটেড কর্তৃক ইস্যুকৃত বস্তুটির নাম কী?
কুপন বন্ডের অপর নাম কী?
দীর্ঘমেয়াদি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস হলো-
i. ঋণপত্র
ii. সংরক্ষিত আয়
iii. অবচয় তহবিল
শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে লাভকে কী বলে?
দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের হাতিয়ার হলো-
ii. প্রদেয় বিল
iii. শেয়ার
জনগণের নিকট শেয়ার ইস্যুর পূর্বে বর্তমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় কোন পদ্ধতিতে?
সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কী বলে?ট্রেজারি বিল
% বন্ডের অভিহিত মূল্য ২,০০০ টাকা। বিক্রয়মূল্য ১,৮০০ টাকা। বন্ডটি বর্তমান yield কত?
ট্রেজারি বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কোনটি?
নির্দিষ্ট আয় প্রত্যাশীদের জন্য কোন ধরনের শেয়ার সর্বোত্তম?
প্রয়োজনীয় আয়ের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য-
ঝুঁকি পরিমাপের উৎকৃষ্ট পদ্ধতি কোনটি?
নিচের কোনটি অনাদায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ?
কোন ঝুঁকি হ্রাস করা যায় না?
ঝুঁকির উৎসগুলো হলো-
i. অর্থনৈতিক অনিশ্চয়তা
ii. প্রাকৃতিক অনিশ্চয়তা
iii. মানবীয় অনিশ্চয়তা
ঝুঁকিবিহীন সিকিউরিটি কোনটি?
ABC কোম্পানি বর্তমান বছরের শেষে ১০ টাকা লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নেয় এবং আগামী বছরগুলোতে ৭% হারে বৃদ্ধি পাবে বলে কোম্পানি প্রত্যাশা করে। কোম্পানির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা এবং উত্তরণ ব্যয়ের হার বিক্রয়মূল্যের ৫% হলে নতুন সাধারণ স্টকের ব্যয় নির্ণয় কর।
ঋণ মূলধন ব্যবহারের সুবিধা কোনটি?
বাজার ঝুঁকির মান ১.৫, ঝুঁকিমুক্ত আয়ের হার ৬% এবং বাজার আয়ের হার ১২% হলে কোন সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার কত?
ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক কীরূপ?
ঝুঁকি পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
কোনটি দ্বারা আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করা যায়?
কোনটি মূলধন বাজারে আয়ের পূর্বশর্ত?
অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়?
কোন ঝুঁকির কারণে কোম্পানির দ্রুত বিলোপসাধন হতে পারে?
দেউলিয়া হওয়ার সম্ভাবনা হলো-
বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ে-
i. ব্যবসায়িক ঝুঁকি
ii. খাটি ঝুঁকি
iii. আর্থিক ঝুঁকি
তাদের মূলধনের ওপর আয়ের শতকরা হার কত?
রূপালী লি. এর সাধারণ শেয়ারের ব্যয়ের হার কত?