নিচের কোনটি অনাদায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ?
বাংলাদেশের বিমা সংস্থার নিয়ন্ত্রণ ব্যবস্থার সংক্ষিপ্ত নাম কী?
আর্থিক পরিকল্পনার ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলি হলো-
i. বিনিয়োগ সিদ্ধান্ত
ii. অর্থসংস্থানের সিদ্ধান্ত
iii. লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?
কোনো ফার্মের বার্ষিক প্রয়োজনীয় কাঁচামালের পরিমাণ ২০,০০০ একক। প্রতি একক পণ্য মজুদ রাখার বার্ষিক ব্যয় ২ টাকা এবং প্রতিবার ক্রয় আদেশ প্রদানের ব্যয় ২০০ টাকা হলে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কত একক?
চেক জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে রক্ষাকবচ হলো-
i. নমুনা স্বাক্ষর যথার্থভাবে যাচাই
ii. চেকের শুদ্ধতা যাচাই
iii. প্রাপক সঠিক কিনা তা যাচাই
অর্থায়নের ব্যাপক ব্যবহার শুরু হয় কোন সময়ে?