নৌ বিমার আইনগত উপাদান হলো-
i. উভয়পক্ষের যোগ্যতা
ii. দুটি পক্ষ
iii. বৈধ উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
নৌ-বিমার অব্যক্ত শর্ত কোনটি?
i. যাত্রার সময়
ii. যাত্রার বৈধতা
iii. সমুদ্রে চলাচল যোগ্যতা
মিশ্র বিমাপত্রে উল্লেখ থাকে-
i. সুনির্দিষ্ট যাত্রা
ii. সময়
iii. বিমাকৃত বিষয়বস্তুর মূল্য
চার্টার পার্টির লক্ষণীয় বৈশিষ্ট্য হলো-
i. এ চুক্তিতে পুরো জাহাজ বা আংশিক অংশ ভাড়া দেওয়া হয়
ii . একজন পণ্য প্রেরক ও অন্যজন জাহাজ কর্তৃপক্ষ
iii. এতে নির্দিষ্ট সময় বা যাত্রার কথা উল্লেখ থাকে না
বিশেষ আংশিক ক্ষতির ধরন হচ্ছে-
i. জাহাজের বিশেষ আংশিক ক্ষতি
ii. মালের বিশেষ আংশিক ক্ষতি বা সম্পূর্ণ ক্ষতি
iii. মাশুলের বিশেষ আংশিক ক্ষতি
প্রস্তাব ফর্ম সংগ্রহ ও পূরণে কিছু লক্ষণীয় বিষয় হলো-
i. ফর্মে সব বিষয় লিপিবদ্ধকরণ
ii. প্রত্যেকটির সুস্পষ্ট তথ্য
iii. প্রয়োজনীয় দলিলপত্র জমা
জাহাজ থেকে পণ্য ফেলে দেওয়ার উদ্দেশ্য হলো-
i. জাহাজকে হালকা করা
ii. জাহাজ চলাচলে উপযোগী করা
iii. সামুদ্রিক বিপদ থেকে রক্ষা করা
নৌ বিমার অধীনে আলাদা আলাদা বিমা হচ্ছে-
i. পণ্য ও জাহাজ বিমা
ii. মাশুল বিমা
iii. নৌ দায় বিমা
প্রাকৃতিক নৌ বিপদের মধ্যে পড়ে-
i. সামুদ্রিক বাড়
ii. নিমজ্জিত বরফের পাহাড়ে ধাক্কা
iii. পণ্য নিক্ষেপণ
নৌবিমার ক্ষেত্রে নৌ বিপদের কারণ-
i. প্রাকৃতিক
ii. নৈতিক
iii. অনৈতিক
নৌ বিপদের অপ্রাকৃতিক কারণ হলো-
i. বজ্রপাত
ii. অগ্নি
সাধারণ আংশিক ক্ষতির অন্তর্ভুক্ত-
i. ত্যাগ
ii. গচ্চা
iii. উদ্ধার সংক্রান্ত খরচ
একই ব্যক্তির বিভিন্ন স্থানে সম্পদ বা সম্পত্তির অগ্নিজনিত ঝুঁকি নিশ্চিত করতে পারে যে বিমাপত্র তা হলো-
i. ভাসমান
ii. আচ্ছাদিত
iii. সমন্বয়যোগ্য
মূল্যায়িত বিমাপত্রের বৈশিষ্ট্য হলো-
i. বিষয়বস্তুর মূল্য আগেই নির্ধারিত
ii. দুর্ঘটনার পর ক্ষতির পরিমাণ মূল্যায়ন অপ্রয়োজনীয়
iii. সম্পত্তির বাজারমূল্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়