স্রোতের বেগ u এবং নৌকার বেগ v. যদি নৌকাটি স্রোতের বিপরীত দিকে চলে তবে স্রোতের সাপেক্ষে নৌকাটির আপেক্ষিক বেগ কত?
কোন বস্তুকণা সমবেগে 5 সেকেন্ডে 45 মিটার দূরত্ব অতিক্রম করলে বেগ কত মি/সে হবে?
ত্বরণ-
(i) একটি ভেক্টর রাশি
(ii) f বা a দ্বারা প্রকাশ করা হয়
(iii) শূন্য হয় সুষম বেগের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
স্থির অবস্থা হতে কণার ১ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটি?
লেখচিত্রের একটি বস্তুকণার গতিপথ দেখানো হয়েছে।
(i) কণাটি প্রথম 3 সেকেন্ড সমত্বরণে চলে 6মি./সে. বেগ প্রাপ্ত হয়, অত:পর পরবর্তী ৪ সেকেন্ড সমমন্দনে চলে থেমে যায়
(ii) প্রথম ও সেকেন্ড কণাটি 0.5 মি./সে² সমত্বরণে চলে
(iii) কণাটি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব = 33 মি.
প্রক্ষেপকের উত্থানকাল, সর্বোচ্চ উচ্চতা H হলে Ht2 = ?
30ms-1 বেগে আনুভূমিকে চলন্ত একটি ক্রিকেট বলকে তার বেগের সাথে সমকোণে ব্যাট দ্বারা আঘাত করলে তা 50ms-1 বেগ প্রাপ্ত হলো। ব্যাটের আঘাতের বেগ কত?
অসমবেগ ও অসমত্বরণ-
(i) সময়ের সাথে ভিন্ন ভিন্ন হয়
(ii) উভয়ই ভেক্টর রাশি
(iii) সময়ের সাথে পরিবর্তন হয় না
একটি বুলেট 4 মি./সে. আদি বেগে দেওয়ালের মধ্যে 2 মিটার প্রবেশ করে থেমে যায়। বুলেটটির মন্দন কত মি./সে ??
15 মিটার গভীর একটি শূন্য কূপের উপরিতল থেকে 5 মিটার উঁচু কোন স্থান থেকে একটি পাথর ফেলে দেবার কতক্ষণ পরে শব্দ শোনা যাবে?
ত্বরণ শূন্য হলে তখন সময়ের সাপেক্ষে বেগ কত?
ভূমির সাথে tan-143 কোণে একটি বস্তুকে 9.8ms-1 বেগে উপরের দিকে ছোঁড়া হলো। 35 sec পরে বস্তুর বেগ ভূমির সাথে কত কোণ উৎপন্ন করে?
ভূমিতে একটি বোমা পড়লে এর কণাগুলি gπ বেগে চারদিকে ছোটে। ভূমিতে যে অংশ জুড়ে এরা ছড়িয়ে পড়ে তার ক্ষেত্রফল কত?
এক বিন্দুতে ক্রিয়ারত 10m/s এবং 5m/s বেগের অন্তর্ভূক্ত কোণ 120° হলে লব্ধি ১ম বেগের সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাণ-
একটি শূন্য কূপে একটি পাথর খন্ড ফেললে তা 3 sec এ কূপের তলদেশে পৌঁছালে কূপের গভীরতা কত মিটার হবে?
সুমন 3 m/s বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে। বৃষ্টি উলম্বভাবে 3 m/s বেগে ভূমিতে পতিত হচ্ছে। সুমনের কাছে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক আনুভূমির সাথে কত কোণ বলে মনে হবে?
প্রক্ষেপকটির বিচরণকাল-
প্রক্ষেপকটির সর্বাধিক উচ্চতা-
2 একক সময়ে বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব কত?
উদ্দীপকের ক্ষেত্রে-
(i) বস্তুকণাটির আদিবেগ ০ একক
(ii) বস্তুকণাটির ত্বরণ । একক
(iii) 1 একক সময়ে বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব 4 একক
BC অংশের ত্বরণ কত মিটার/সে²?
C বিন্দুতে বেগ কত মিটার/সে.?
ন্যূনতম সময়ে নদী পাড়ি দেয়ার জন্য তীরের সাথে কত ডিগ্রী কোণে সাঁতার কাটতে হবে?
ন্যূনতম কত সময়ে সাঁতারু নদী পাড়ি দিতে পারবে?
লেখাটির দ্বারা বুঝা যায়-
(i) সমত্বরণ
(ii) সমবেগ
(iii) বেগ বৃদ্ধির হার ধ্রুবক
i ও ii
i ও iii
ii ও iii
i ii ও iii
লেখের AB অংশে ত্বরণ-
প্রথম 5 সেকেণ্ড সময়ে বস্তুটির ত্বরণ -
বোমাটি কত সময়ে A বিন্দুতে আঘাত করবে?
O এবং A এর মধ্যবর্তী দূরত্ব কত?
v এর মান কত মিটার/সেকেন্ড?
θ এর মান কত ডিগ্রী?
লোকটির বেগ কত?
যদি 12 এবং 8 একক মানের বলদ্বয় একটি বিন্দুতে এমন কোণে ক্রিয়াশীল যেন তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে 45° কোণ উৎপন্ন করে, তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত?
বৃহত্তম বল হতে বলদ্বয়ের লব্ধির দূরত্ব হবে—
P ও Q(P > Q) বলদ্বয় O বিন্দুতে পরস্পর α কোণে ক্রিয়াশীল-
(i) α = 0 হলে লব্ধি বৃহত্তম হবে
(ii) α = 180° হলে লব্ধি ক্ষুদ্রতম হবে
(iii) P বলের ক্রিয়ারেখা বরাবর তাদের লম্বাংশের যোগফল P + Q cos α
12 N ও ৪ N দুটি সদৃশ সমান্তরাল বল 15m লম্বা একটি হালকা দণ্ডের দুই প্রান্তে ক্রিয়া করলে বৃহত্তম বল হতে লব্ধি কত দূরে ক্রিয়া করে?
দুটি বলের লব্ধি বৃহত্তম হলে, তাদের মধ্যবর্তী কোণ কত?
তিনটি বল P, 3P ও P সাম্যাবস্থায় থাকলে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণের মান কত?
যদি 5 এককের দুইটি সমান বল 120° কোণে এক বিন্দুতে কাজ করে, তাহলে,
(i) তাদের লব্ধি 5 একক
(ii) 5 একক বলের সাথে লব্ধি 60° কোণ উৎপন্ন করে
(iii) লব্ধি বলদ্বয়ের যোগফল অপেক্ষা ছোট
10N এবং 5N দুইটি সদৃশ সমান্তরাল বল 15 মিটার লম্বা একটি হালকা দণ্ডের দুই প্রান্তে কার্যরত হলে ক্ষুদ্রতর বল থেকে লব্ধি কত দূরে ক্রিয়া করবে?
একটি কণার উপর 3ms-1, 4ms-1 এবং 5ms-1 বেগ তিনটি ক্রিয়া করায় কণাটি সাম্যাবস্থায় আছে। ক্ষুদ্রতর বেগ দুইটির মধ্যবর্তী কোণ কত?
একই বিন্দুতে α কোণে ক্রিয়ারত P ও Q বলের লব্ধি R হলে-
i. R = P + Q, যখন α = 90°
ii. R = P~Q, যখন α = 180°
iii. Q = P হলে R = 2P cos α2
P মানের দুইটি সমান বলের লব্ধি P হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
8 ও 6 একক মানের দুইটি সমমুখী সমান্তরাল বল 21 একক দূরত্বে একটি অনড় বস্তুর উপর ক্রিয়ারত। বলদ্বয় অবস্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু কত একক দূরত্বে সরে যাবে?
কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্যাবস্থায় থাকলে যেকোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলের-
(i) সমান
(ii) সমান্তরাল
(iii) বিপরীতমুখী
T1, T2 ও 5N বলত্রয় ভারসাম্যে রাখা হলে T1 এর মান কত?
A ও B বিন্দুতে ক্রিয়ারত 45N ও 15N বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি C বিন্দুতে ক্রিয়া করে।
AC = 5m হলে AB = কত?
3P ও 5P মানের দুইটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। তাদের লব্ধির মান কত?
5N ও 7N মানের দুটি বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। এদের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে?
সমমানের দুটি বলদ্বয়ের লব্ধি বর্গ বলদ্বয়ের গুণফলের সমান হলে উহাদের মধ্যবর্তী কোণ কত?