গ্যামিট বলা হয়-
i. শুক্রাণুকে
ii. ডিম্বাণুকে
iii. জাইগোটকে
নিচের কোনটি সঠিক?
গর্ভস্থ শিশুর ক্রেটিনিজম ডাউন'স উপসর্গ প্রভৃতি হতে পারে-
i. মধ্য বয়সি মায়ের ক্ষেত্রে
ii. মায়ের অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কম হলে
iii. মায়ের পুষ্টিহীনতায়
করিম ও রহিমের আচরণগত পার্থক্যের বিষয়টিー
i. গবেষণা দ্বারা প্রমাণিত
ii. পরিবেশের ভিন্নতার ফল
iii. বংশগতির দ্বারা প্রভাবিত
আসিফের যেসব বৈশিষ্ট্য লক্ষ করা যাবে-
i. মৃত্যু সম্পর্কে অসম্পূর্ণ ধারণা
ii. কৌতুকময়তা
iii. নিজ সম্পর্কে ধারণা লাভ
দণ্ডবিধির ৫০৯ ধারা প্রয়োগ করে ম্যাজিস্ট্রেট অপরাধীকে ঘটনাস্থলে বিচার করে যে দণ্ড দিতে পারেন তা হলো -
i. এক বছরের কারাদণ্ড
ii. অর্থদণ্ড
iii. পাঁচ বছরের কারাদণ্ড
দেহের অন্যান্য অংশের তুলনায় আচরণের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত অংশ হলো-
i. স্নায়ুতন্ত্র
ii. অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ
iii. পঞ্চইন্দ্রিয়
স্নায়ুতন্ত্র বলতে আমরা বুঝি-
i. বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে
ii. জৈবিক কার্যাবলির সমন্বয় করে
iii. বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের সম্পর্ক রক্ষা করে
স্নায়ু শাখা (Axon) অবিভক্ত থাকে যে স্নায়ুকোষে-
i. একমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
ii. দ্বিমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
iii. বহুমেরু বিশিষ্ট স্নায়ুকোষে
কার্য অনুসারে স্নায়ুকোষের প্রকারভেদগুলো হলো-
i. অন্তর্মুখী স্নায়ুকোষ
ii. একমেরুবিশিষ্ট স্নায়ুকোষ
iii. সংযোজক স্নায়ুকোষ
প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ-
ⅰ. হাই তোলা
ii. গাড়ির হর্ন শুনে লাফ দিয়ে সরে দাঁড়ানো
iii. জোরে চিৎকার করা
স্নায়ুতন্ত্রের প্রধান ভাগগুলোর নাম হলো-
i. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
ii. মস্তিষ্ক
iii. প্রান্তীয় স্নায়ুতন্ত্র
থ্যালামাসের মধ্য দিয়ে যায়-
i. চক্ষু থেকে প্রাপ্ত তথ্য
ii. কর্ণ থেকে প্রাপ্ত তথ্য
iii. ত্বক থেকে প্রাপ্ত তথ্য
উদ্দীপকে উল্লিখিত লিপুর আচরণের জন্য দায়ী হরমোন-
i. এসট্রোজেন
ii. এন্ড্রোজেন
iii. টেস্টোস্টেরন