কোন হরমোনটির প্রভাবে শরীরে তীব্র ভাবানুভূতি ও উত্তেজনার সমস্ত লক্ষণ প্রকাশ পায়?
পরিসংখ্যান পদ্ধতি সাহায্য করে-
i. সংগৃহীত উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণে
ii. সংগৃহীত তথ্যের বিজ্ঞানসম্মত বর্ণনায়
iii. জীবন ধারণের মৌলিক নিয়মগুলো আবিষ্কারে
নিচের কোনটি সঠিক?
আগ্রাসনের মধ্যে লক্ষণীয় বিষয়-
i. অন্যকে হেয় করা
ii. অন্যের ক্ষতি করা
iii. অন্যের ওপর আধিপত্য বজায় রাখা
সমান দূরত্ব বিশিষ্ট স্কেলের অভিমতগুলোকে ভাগ করা হয়-
i. নিরপেক্ষতার মাত্রা অনুযায়ী
ii. আনুকূল্য মাত্রানুযায়ী
iii. প্রতিকূলতার মাত্রানুযায়ী
রহিম গ্রাম থেকে শহরে গিয়েছিল কাজের জন্য, কিন্তু কয়েকদিন পরে সেখানে অস্বস্তি বোধ করছিল। তার মধ্যে কোনটির অভাব রয়েছে?
সুইজারল্যান্ডের একজন বিখ্যাত মনোচিকিৎসক অন্তর্মুখী ও বহির্মুখী নামে দুই ধরনের ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেন। তার নাম কী?