স্নায়ুকোষের প্রধান ৩টি অংশের মধ্যে আবরণী বিশিষ্ট অংশগুলো হলো-
i. কোষদেহ
ii. স্নায়ুকেশ
iii. স্নায়ুশাখা
নিচের কোনটি সঠিক?
প্রতিটি স্নায়ুকোষেরই ক্ষমতা রয়েছে-
i. স্নায়ু প্রবাহ উৎপন্নের
ii. স্নায়ু প্রবাহ পরিবহনের
iii. পেশির সংকোচন নিয়ন্ত্রণের
স্নায়ুকোষের অংশগুলো হলো-
ii. কোষকেন্দ্র
iii. কোষ আবরণ
সাধারণ কোষের চেয়ে স্নায়ুকোষের যে অংশগুলো বেশি আছে, সেগুলো হলো-
i. স্নায়ুকেশ
ii. নিউক্লিয়াস
iii. স্নায়ু শাখা
কোষদেহের সাইটোপ্লাজমে রয়েছে-
i. ক্রোমোফিল
ii. গলজিবডি
iii. মাইটোকন্ড্রিয়ন
গঠন অনুসারে স্নায়ুকোষের ভাগগুলো হলো-
i. একমেরুবিশিষ্ট স্নায়ুকোষ
ii. দ্বিমেরুবিশিষ্ট স্নায়ুকোষ
iii. বহুমেরুবিশিষ্ট স্নায়ুকোষ
স্নায়ুশাখাগুলো যুক্ত থাকে প্রধানত-
i. পেশি ও গ্রস্থিতে
ii. গ্রন্থি ও অন্য কোনো বার্তা গ্রহণকারী স্নায়ুকোষে
iii. অস্থি ও অন্যকোনো বার্তা প্রদানকারী স্নায়ুকোষে
কার্য অনুসারে স্নায়ুকোষের প্রকারভেদগুলো হলো-
i. অন্তর্মুখী স্নায়ুকোষ
ii. একমেরুবিশিষ্ট স্নায়ুকোষ
iii. সংযোজক স্নায়ুকোষ
বহির্মুখী স্নায়ুকোষের শ্রেণিবিভাগের অন্তর্ভুক্ত হলো-
i. গতিবাহী স্নায়ুকোষ
ii. ক্ষরণশীল স্নায়ুকোষ
উদ্দীপকে উল্লিখিত সংযোগস্থলের যেসব বৈশিষ্ট্য লক্ষ করা যায়-
i. মেরুকরণ
ii. বাধা
iii. ক্লান্তি
নাঈমের এই ক্রিয়ার ক্ষেত্রে বলা যায়-
i. এটি সহজাত ঘটনা
ii. এটি অনৈচ্ছিক আচরণ
iii. এটি শিক্ষালব্ধ আচরণ
উদ্দীপকে উল্লিখিত ক্রিয়াটির বৈশিষ্ট্য-
i. শিক্ষালব্ধ নয়
ii. অনৈচ্ছিক আচরণ
iii. দ্রুত গতিতে সম্পন্ন হয়
সরল প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ-
i. লাফ দেওয়া
ii. হাই তোলা
iii. হাঁচি দেওয়া
সরল প্রতিবর্তী ক্রিয়াতে অংশগ্রহণ করে-
i. একটি সংবেদী স্নায়ু
ii. একটি গতিবাহী স্নায়ু
iii. একটি সংযোগী স্নায়ু
জটিল প্রতিবর্তী ক্রিয়াতে অংশগ্রহণ করে-
ⅰ: একটি সংবেদী স্নায়ু
ii. একাধিক গতিবাহী স্নায়ু
iii. একাধিক সংযোগীয় স্নায়ু
প্রতিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য হলো-
i. প্রাণীকে ভারসাম্য রক্ষায় সহায়তা করে
ii. খুব দ্রুতগতিতে সম্পন্ন হয়
iii. ঐচ্ছিক ও শিক্ষালব্ধ আচরণ
প্রতিবর্তী চক্রে অংশগ্রহণ করে-
i. অনেকগুলো স্নায়ুকোষ
ii. একটি ইন্দ্রিয়
iii. এক বা একাধিক পেশি
ii. এটি ধীর গতি সম্পন্ন
iii. এটি অনৈচ্ছিক আচরণ
স্নায়ুতন্ত্রকে শ্রেণিবিভাগ করা যায়-
i. গঠন অনুসারে
ii. কাজের ভিত্তিতে
iii. অবস্থান অনুসারে
স্নায়ুতন্ত্রের প্রধান ভাগগুলোর নাম হলো-
i. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
ii. মস্তিষ্ক
iii. প্রান্তীয় স্নায়ুতন্ত্র
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগগুলোর নাম হলো-
i. মেরুরজ্জু
iii. সমবেদী স্নায়ুতন্ত্র
মস্তিষ্কের অংশগুলোর নাম হলো-
i. সম্মুখ মস্তিষ্ক
ii. মধ্য মস্তিষ্ক
iii. পশ্চাৎ মস্তিষ্ক