জটিল প্রতিবর্তী ক্রিয়াতে অংশগ্রহণ করে-
ⅰ: একটি সংবেদী স্নায়ু
ii. একাধিক গতিবাহী স্নায়ু
iii. একাধিক সংযোগীয় স্নায়ু
নিচের কোনটি সঠিক?
রাসেলকে তার বাবা কিছু টাকা রাখতে দেয়। রাসেল তা থেকে ২টি ১০০ টাকার নোট আলাদা করে রাখে। রাসেলের এই মনোবৃত্তি কোন অভীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়?
সামাজিকতার বৈশিষ্ট্য হচ্ছে-
i. এর দ্বারা ব্যক্তির প্রকৃত আচরণ বর্ধিত হয়
ii. এর সীমা শ্রেণির মান অনুযায়ী গ্রহণযোগ্য
iii. সমবয়সি দলের স্বীকৃতি নির্ভর
বাইরের জগতের বস্তু মনোযোগের কোন শর্ত?
পছন্দনীয় ব্যক্তির সাথে স্বীয় মনোভাবকে সামঞ্জস্যপূর্ণ করে তোলাকে কী বলে?
বুদ্ধির ক্ষেত্রে দ্বি-উপাদানগত সামর্থ্যের তত্ত্বটির প্রবক্তা কে?