সাধারণত কত ডিগ্রি অক্ষাংশে মৌসুমি জলবায়ু পরিলক্ষিত হয়?
ইউরেশিয়ার তাকলামাগান, যুক্তরাষ্ট্রের কলোরাডো ও নেভাদা ইত্যাদি অঞ্চলগুলো কোন জলবায়ুর অন্তর্গত?
কর্কটক্রান্তি রেখা হতে ৬৬.৫ ডিগ্রি উত্তরে বিস্তৃত অঞ্চলকে কী বলে?
সারা বছর পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে?
বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়?
মৌসুমি বায়ু শীতকালে কোন অঞ্চলের পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়?
গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে উষ্ণ ও আর্দ্র মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
বাংলাদেশে বর্ষাকালের সূচনা হয় কোন বায়ু দ্বারা?
বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
শীতকালে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম দিক হতে আগত নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে –
i. উপকূলবর্তী অঞ্চলে ii. পূর্বদিকের পার্বত্য এলাকায়
iii. দক্ষিণের বদ্বীপ সমভূমিতে
নিচের কোনটি সঠিক?
বাত পতাকায় যে দণ্ড লম্বাভাবে থাকে তার মাথায় কী থাকে?
আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে ধারণা পেতে ব্যবহার করা হয় —
i. বৃষ্টিমাপক যন্ত্র ii. হাইগ্রোমিটার, বাত পতাকা
iii. অ্যানিমোমিটার, ব্যারোমিটার
উষ্ণায়নের ফলে বিভিন্ন বিপর্যয়ের সাথে সাথে মানুষ কোন ধরনের শরণার্থী হয়ে উঠবে?
জলবায়ুর পরিবর্তনে যদি মরু বিস্তার ঘটে তাহলে দেশের উত্তর- পশ্চিমাংশে কোন ভূমিরূপের বিকাশ হবে?
বিশ্ব উষ্ণায়নের ৫টি ঝুঁকিপূর্ণ দিকের মধ্যে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ নয়—
i. মরুকরণে
ii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে
iii. কৃষিক্ষেত্রে অনিশ্চয়তায়
ইব্রাহিমের দেশ জলবায়ুর অন্তর্গত?
উদ্দীপকের অঞ্চলগুলোতে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সে.মি.?
উদ্দীপকে উল্লিখিত বিষয়টিকে কী বলে?
সমুদ্রস্রোতের প্রধান কারণ কোনটি?
অয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত বায়ুপ্রবাহের গতির সাথে সঙ্গতি রেখে কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থায় কোন স্রোতের প্রভাব রয়েছে?
উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি যে স্রোতহীন সাগরের সৃষ্টি করেছে তাকে কী বলে?
কোন স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটে?
বেঙ্গুয়েলা স্রোত কোথায় সৃষ্টি হয়?
কোন স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার ও ইউরোপের দেশগুলোর মধ্যে নৌ বাণিজ্য সুগম হয়?
আফ্রিকার দক্ষিণ-পূর্বাংশে বার মাস বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে?
উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত- -
i. বেঙ্গুয়েলা স্রোত
ii. উপসাগরীয় স্রোত
iii. সুমেরু স্রোত
হিমশৈল ভাসতে ভাসতে উষ্ণতর সমুদ্রে প্রবেশ করে -
i. উত্তর মহাসাগর হতে
ii. আটলান্টিক মহাসাগর হতে
iii. দক্ষিণ মহাসাগর হতে
কোনটির আকর্ষণে প্রবল জোয়ারের সৃষ্টি হয়?
অমাবস্যার ভরা কটালে পৃথিবীর সাথে চন্দ্র ও সূর্যের অবস্থান হয়—
তেজ কটাল সংঘটিত হয় –
i. অমাবস্যায়
ii. পূর্ণিমায়
iii. অষ্টমী তিথিতে
উদ্দীপকে নির্দেশিত বৃষ্টির জন্য কোন স্রোতটি দায়ী?
A চিহ্নিত অঞ্চলটি দিয়ে বার মাস নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে কেন?
শাসনকাজে কারা মানচিত্র ব্যবহার করতো?
প্রথম কারা মানচিত্র তৈরি করেছিল?
ভূগোলক ও মানচিত্রে যেসব রেখা সাধারণভাবে সন্নিবেশিত
i. অক্ষরেখা
ii. নিরক্ষরেখা
iii. দ্রাঘিমারেখা
মানচিত্রের কোনো দুটি স্থানের মধ্যস্থিত দূরত্ব কোন উপায়ে সহজে বুঝতে পারা যায়?
কর্ণ তঙ্কন করে কোন ধরনের মাপনীর সাহায্যে নিখুঁতভাবে মানচিত্র অঙ্কন করা যায়?
পরিমাপের সুবিধার জন্য মুখ্য বিভাগগুলো শূন্য (০) দাগের কোন দিকে অঙ্কন করতে হয়?
কোনো দেশের আঞ্চলিক ভূগোলের ধারাবাহিক বর্ণনা করা যায় কোন মানচিত্রের সাহায্যে?
১ : ১২০০০ স্কেলে একটি মূল মানচিত্রকে ১ : ১৬০০০ স্কেলে পুনরঙ্কিত করলে নতুন মানচিত্রের কত গুণ সংকুচিত হবে?
সূক্ষ্ম পরিমাপের জন্য আমিন কোন ধরনের স্কেল ব্যবহার করেন ?
পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রের মধ্যে বৈচিত্র্য ও মিল লক্ষ করে সুচিহ্নিত সীমানার মধ্যবর্তী এলাকায় বিভিন্ন বৈশিষ্ট্যের সহমর্মিতা দেখা যায়, তাকে কী বলা হয়?
মানব ভূগোলের প্রধান উপাদান কোনটি?
জনসংখ্যার স্থানিক বৈচিত্র্য, গঠন, অভিগমন এবং পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় কোন ভূগোলে?
আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় লি কুয়ান ইউকে। তিনি কীভাবে এ নগরটি গড়ে তোলেন?
নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?
সার্কভুক্ত দেশ কয়টি ?
পৃথিবীর বৃহত্তম স্বাদুপানির হ্রদ কোনটি?
এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোনটি?