ভূপৃষ্ঠের প্লেটের গতির কারণ হিসেবে কয়টি বিষয়কে সম্পৃক্ত করা হয়?
পৃথিবীর আকস্মিক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কী?
ভূপৃষ্ঠে কয়েক সেকেন্ড স্থায়ী আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কী বলে?
চার্লস রিখটার প্রথম ভূমিকম্প পরিমাপ করেন কত সালে?
ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম কী?
ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কী?
হাওয়াই' দ্বীপের উৎপত্তি হয় কীভাবে?
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত পদার্থগুলো হলো-
i. লাভা
ii. পাথর খণ্ড
iii. বাষ্প
নিচের কোনটি সঠিক?
সুনামির ফলে খোলা সমুদ্রে ঢেউয়ের উচ্চতা কত ফুট হতে পারে?
পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কাজ কীভাবে ঘটে?
পার্বত্য অবস্থায় নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?
একটি আদর্শ নদীর গতিপথ কয়টি?
বাংলাদেশের রংপুর ও দিনাজপুরে কোন ধরনের সমভূমি দেখা যায় ?
নদীর নিম্নগতিতে দেখা যায়—
i. ব-দ্বীপ
ii. জলপ্রপাত
iii. অশ্বক্ষুরাকৃতি হ্রদ
বাংলাদেশের প্রেক্ষাপটে নদীশাসন বলতে যেসব বাঁধ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কোনটি?
পদ্মার শাখানদী কোনটি?
পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
উদ্দীপকের অবস্থার ফলে ভূত্বকে সৃষ্টি হতে পারে—
i. ফাটল
ii. চ্যুতি
iii. সমভূমি
চট্টগ্রামে সংঘটিত ঘটনাটি হলো?
উদ্দীপকের ভূমিরূপটির বৈশিষ্ট্য—
i. প্রাথমিক পর্যায়ে সৃষ্ট
ii. সঞ্চয়ের ফলে সৃষ্ট
iii. কঠিন হতে, কোমল শিলাস্তরে প্রবাহিত
বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস?
কোন গ্যাসটি রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না?
বায়ুমণ্ডলে আয়তনের দিক দিয়ে ২য় স্থানে রয়েছে কোন গ্যাস?
বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে- -
i. অতিমাত্রায় কাঠ পোড়ানোর জন্য
ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহারের জন্য
iii. বন উজাড়ের কারণে
উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি?
মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো কোন স্তরে এসে ভস্মীভূত হয়?
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পায় কোন স্তরের ওপর থেকে?
বায়ু স্থির থাকে কোন অংশে?
বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর কোনটি?
বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি, ঝড় ও বজ্রবিদ্যুৎ ঘটে?
আয়োনোস্ফিয়ার শোষণ করে—
i. আলফা রশ্মি
ii. গামা রশ্মি
iii. এক্সরে রশ্মি
এরোসল থেকে কোনটি নির্গত হয়?
কোনটি বায়ু দূষক?
ইগজস্ট গ্যাসে থাকে-
i. ক্যালসিয়াম ii. হাইড্রোজেন ক্লোরাইড
iii. হাইড্রোজেন সালফাইড
কোন গ্যাসের প্রভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হয়?
বাংলাদেশে বায়ু দূষণের প্রধান উৎস - -
i. যানবাহনের ধোঁয়া
ii. অপরিকল্পিত নগরায়ন
iii. ইটভাটার ধোঁয়া
Y' এর মাত্রা বেড়ে গেলে বায়ু দূষিত হয়। এর যথার্থ কারণ -
i. কার্বন ডাইঅক্সাইড উত্তপ্ত গ্যাস
ii. কার্বন ডাইঅক্সাইড তাপ শোষণ করে
iii. পরিবেশে বেশি প্রভাব ফেলে
দিপু কোন দূষক থেকে দূষণের শিকার হলো ?
কোনটি আবহাওয়ার উপাদান নয়?
ঢাকার চেয়েও দার্জিলিং এর আবহাওয়া আরামদায়ক কারণ কী?
স্থানীয় বায়ু হলো —
i. চিনুক
ii. খামসিন
iii. বোরা
বায়ুতে যদি জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে তবে তাকে কী ধরনের বায়ু বলে?
পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ঊর্ধ্বাকাশে মেঘ সৃষ্টি হয় –
i. শীতল হয়ে
ii. উষ্ণ হয়ে
iii. ঘনীভূত হয়ে
বাংলাদেশের কোন জেলায় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়?
সমুদ্রের কোথায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়?
বাংলাদেশে জলবায়ুর ভিন্নতার প্রভাব সর্বাপেক্ষা পরিলক্ষিত হয়-
i. দক্ষিণ পূর্বাঞ্চলে ii. উত্তর পশ্চিমাঞ্চলে
iii. উত্তর পূর্বাঞ্চলে সকল
উদ্দীপকের ‘খ’ বায়ুপ্রবাহটি—
আজাদ কোন ধরনের বৃষ্টিপাত দেখেছিল?
নিরক্ষীয় অঞ্চলে সারাবছর কোন ঋতু থাকে?