আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত পদার্থগুলো হলো-
i. লাভা
ii. পাথর খণ্ড
iii. বাষ্প
নিচের কোনটি সঠিক?
নদীর নিম্নগতিতে দেখা যায়—
i. ব-দ্বীপ
ii. জলপ্রপাত
iii. অশ্বক্ষুরাকৃতি হ্রদ
উদ্দীপকের অবস্থার ফলে ভূত্বকে সৃষ্টি হতে পারে—
i. ফাটল
ii. চ্যুতি
iii. সমভূমি
উদ্দীপকের ভূমিরূপটির বৈশিষ্ট্য—
i. প্রাথমিক পর্যায়ে সৃষ্ট
ii. সঞ্চয়ের ফলে সৃষ্ট
iii. কঠিন হতে, কোমল শিলাস্তরে প্রবাহিত
বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে- -
i. অতিমাত্রায় কাঠ পোড়ানোর জন্য
ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহারের জন্য
iii. বন উজাড়ের কারণে
আয়োনোস্ফিয়ার শোষণ করে—
i. আলফা রশ্মি
ii. গামা রশ্মি
iii. এক্সরে রশ্মি
ইগজস্ট গ্যাসে থাকে-
i. ক্যালসিয়াম ii. হাইড্রোজেন ক্লোরাইড
iii. হাইড্রোজেন সালফাইড
বাংলাদেশে বায়ু দূষণের প্রধান উৎস - -
i. যানবাহনের ধোঁয়া
ii. অপরিকল্পিত নগরায়ন
iii. ইটভাটার ধোঁয়া
Y' এর মাত্রা বেড়ে গেলে বায়ু দূষিত হয়। এর যথার্থ কারণ -
i. কার্বন ডাইঅক্সাইড উত্তপ্ত গ্যাস
ii. কার্বন ডাইঅক্সাইড তাপ শোষণ করে
iii. পরিবেশে বেশি প্রভাব ফেলে
স্থানীয় বায়ু হলো —
i. চিনুক
ii. খামসিন
iii. বোরা
পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ঊর্ধ্বাকাশে মেঘ সৃষ্টি হয় –
i. শীতল হয়ে
ii. উষ্ণ হয়ে
iii. ঘনীভূত হয়ে
বাংলাদেশে জলবায়ুর ভিন্নতার প্রভাব সর্বাপেক্ষা পরিলক্ষিত হয়-
i. দক্ষিণ পূর্বাঞ্চলে ii. উত্তর পশ্চিমাঞ্চলে
iii. উত্তর পূর্বাঞ্চলে সকল