পরিবারের যেসব কাজে মান প্রকাশ পায়-
i. পরিচালনায়
ii. আচরণে
iii. চলাফেরায়
নিচের কোনটি সঠিক?
মূল্যবোধ প্রকাশ পায় কীসের মাধ্যমে?
যেকোনো কাজের সমাপ্তিকে কী বলে?
লক্ষ্যের উৎপত্তি হয় কোনটি থেকে?
লক্ষ্য নির্ধারণের মানদণ্ড কোনটি?
যে লক্ষ্য অর্জনে মানুষ সন্তুষ্টি লাভ করে তা কী রূপে প্রতিষ্ঠিত হয়?
লক্ষ্য নিচের কোনটির নির্দেশক?
পরিবারের মান উন্নয়নের সম্পর্ক রয়েছে কোনটির সাথে?
লক্ষ্য স্থির করতে হয় কোনটিতে সচেতন হয়ে?
লক্ষ্যের তুলনায় অধিক সুস্পষ্ট কোনটি?
মূল্যবোধ ব্যবস্থাপনায় প্রেরণা যোগায় এটি কে বলেছেন?
লক্ষ্য কোনটি প্রদান করে?
কোনটির ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যতা থাকে?
প্রেষণা উদ্রেককারী নির্দেশকগুলো হলো-
i. মূল্যবোধ
ii. লক্ষ্য
iii. মান
প্রত্যেক পরিবার মূল্যবোধকে যাচাই করতে পরিবর্তন করে-
i. লক্ষ্য
ii. চাহিদা
সম্পদ ব্যবহারে কৃতকার্যতা পাওয়া যায়-
i. গুণগত মান নির্ধারণে
ii. পরিমাণগত মান নির্ধারণে
iii. বস্তুগত মান নির্ধারণে
প্রকৌশলী হওয়া শ্রাবণীর কোন ধরনের লক্ষ্য?
শ্রাবণীর তাৎক্ষণিক লক্ষ্যগুলো হলো-
i. নিয়মিত স্কুলে যাওয়া
ii. মনোযোগ দিয়ে লেখাপড়া করা
iii. শ্রেণির কাজ করা
মূল্যবোধের বিকাশ-
i. কোনো বয়সে থেমে থাকে না
ii. অর্জন করতে হয়
iii. নিজেকে গড়ে তুলতে হয়।
গৃহ ব্যবস্থাপনায় মান-
i. এক প্রকার পরিমাপ যা মূল্যবোধ ও লক্ষ্যের পরিধি পরিমাপ করে
ii. মান আমাদের কোনো কিছুতে তৃপ্তির পরিমাণ ও ধরন নির্ধারণ করে
iii. মান দ্বারা কোনো কিছু তুলনা করা যায়
বিভিন্ন সমস্যা অনুধাবন ও তা থেকে উত্তরণে শাহানাকে সাহায্য করে কোনটি?
শাহানার উক্ত বিশেষ জ্ঞানের উদ্দেশ্য-
i. মূল্যবোধের ভিত্তিতে পারিবারিক লক্ষ্য স্থির করা
ii. পেশাগত ক্ষেত্রে যোগ্যতা হ্রাস করা
iii. জীবন যাপনের মান উন্নয়নে সচেষ্ট হওয়া
আয় ব্যয় ব্যতীত শশীর কার্যক্রম হলো-
i. সঞ্চয়
ii. বিনিয়োগ
iii. ঋণ
তৌহিদার সহপাঠীদের সাথে আলোচিত বিষয় কোনটি?
তৌহিদার আলোচিত বিষয়ের বৈশিষ্ট্য হলো-
i. তৃপ্তিদায়ক
ii. স্থায়ী
iii. বিষয়ভিত্তিক
উদ্দীপকে কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে?
টুটুলের সার্বিক বিকাশের মধ্যে রয়েছে-
i. জ্ঞান
ii. বুদ্ধি
iii. আচরণ
রফিকের শিল্পপতি হওয়ার আকাক্ষাকে কী বলে ?
মিশুদের পরিবারে যে ধরনের মান দেখা যায় তাকে কী বলে?
এই মানকে মিশুরা আখ্যায়িত করে-
i. ভালো মানে
ii. মন্দ মানে
iii. উঁচু মানে
মানকে আখ্যায়িত করা যায়-
iii. পরিবর্তিত মানে
পারিবারিক মূল্যবোধ সন্তানদের কীসে অনুপ্রাণিত করে?
পরম্পর সম্পর্কযুক্ত হলো-
ii. মান
iii. মূল্যবোধ
শশী গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য হতে কোন বিষয়টি জানতে পেরেছে?
রফিকের পণ্য কর, শ্রমিক নির্ধারণ এটি কোন ধরনের লক্ষ্য?