খাদ্যের যে অংশ গ্রহণ করা হয় তা থেকে শক্তির একটি অংশ খাদ্যবস্তুর বিপাকে ব্যয় হয়। এটি কী হিসেবে ব্যবহৃত হয়?
প্রজনন ক্ষমতা রক্ষা করতে কোন ভিটামিন আবশ্যক?
ক্রোমোপ্রোটিনে প্রোটিনের সাথে সংযুক্ত অপ্রোটিন অংশ কোনটি?
কোনটি শিশুর জন্য আদর্শ খাদ্য?
প্রাণিজ উৎসে শতকরা কত ভাগ প্রোটিন থাকে?
প্রোটিনের অভাবে এনিমিয়া হয় কেন?
পানির কাজ হলো- i. দেহ সুস্থ রাখেii. দেহে সমতা রক্ষা করেiii. শরীর থেকে দূষিত পদার্থ নির্গত করে নিচের কোনটি সঠিক?
উক্ত রোগ প্রতিরোধে - i. ৫ মাস বয়সের পর পরিপূরক খাবারের ব্যবস্থা করতে হবে ii. খাদ্যে ২/৩ অংশ প্রাণিজ প্রোটিনের ব্যবস্থা করতে হবেiii. পরিবার পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করতে হবেনিচের কোনটি সঠিক?
মানবজীবন বিকাশের কোন বয়স ঝড় ঝঞ্চার বয়স?
মাজেদা বেগম গর্ভবর্তী। তার সন্তানকে কোয়াশিয়রকর রোগ থেকে রক্ষার জন্য তিনি কী জাতীয় খাদ্য গ্রহণ করবেন?
প্রোটিন ক্যালরি ঘাটতিজনিত রোগের প্রতিরোধের উপায় হলো-i. শিশুকে সময়মতো সব টিকা প্রদানii. গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়ের খাবার সম্পর্কে শিক্ষাiii. ডায়রিয়ায় শিশুকে খাবার স্যালাইন প্রদাননিচের কোনটি সঠিক?
সাধারণত কোন স্নেহ তরল অবস্থায় তাকে?
পলিস্যাকারাইড কোনটি?
কোন খাদ্য উপাদান কিটোসিস রোগ সৃষ্টি করে?
অশর্করা জাতীয় কার্বোহাইড্রেট হলো- i. স্টার্চii. শ্বেতসারiii. গ্লুকোজনিচের কোনটি সঠিক?
সুষম খাদ্য তৈরি করতে হলে -
i. সবকটি পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকতে হবে
ii. দেহের চাহিদা অনুসারে পুষ্টি থাকতে হবে
iii. পরিবেশনের পরিমাণ ঠিক থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
নিলুর খাদ্যে যে উপাদানটি অনুপস্থিত -
i. প্রোটিন
ii. ভিটামিন
iii. কার্বোহাইড্রেট
১৬ বছর বয়সের ফাতেমা হঠাৎ হঠাৎ রেগে যায়। এ বয়সের তরুণরা রেগে গেলে i. চেঁচামেচি করেii. কথা বলতে চায় নাiii. মারামারি করেনিচের কোনটি সঠিক?
ছেলেমেয়েদের প্রতি মা-বাবার বিশেষ পক্ষপাতিত্বপূর্ণ আচরণ পরিবারে i. ভাই-বোনদের মধ্যে হিংসার সৃষ্টি করেii. মা-বাবা সন্তানের প্রতি বিরক্ত থাকেনiii. মা-বাবার সাথে সন্তানের মনোমালিন্য দেখা দেয়নিচের কোনটি সঠিক?
উল্লিখিত খাদ্য উপাদানটি দেহের - i. কোষ গঠনে সাহায্য করেii. সৌন্দর্য বৃদ্ধি করেiii. সঞ্চিত শক্তি হিসেবে থাকেনিচের কোনটি সঠিক?
অ্যামাইনো এসিড যেসব উপাদানের সমন্বয়ে গঠিত হয় সেগুলো হলো -i. কার্বনii. অক্সিজেনiii. নাইট্রোজেননিচের কোনটি সঠিক?
শৈশব ও কৈশোরে চাহিদা বেশি থাকে -
i. প্রোটিনের
ii. ক্যালরির
iii. ম্যাগনেসিয়ামের
কোন উপাদান গ্রহণের ফলে দেহের সৌন্দর্য ও চাকচিক্য বৃদ্ধি পায়?
তরুণদের সুপথে পরিচালিত করতে উদ্বুদ্ধ করতে পারে- i. শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত পরিবেশii. বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপiii. টিভি এবং পত্রিকার গঠনমূলক অনুষ্ঠাননিচের কোনটি সঠিক?
এ ধরনের বিপর্যয় থেকে সামিন যেভাবে নিজেকে রক্ষা করবে i. সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রেখেii. মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জেনেiii. বিদেশি চ্যানেলের অনুষ্ঠান বেশি দেখেনিচের কোনটি সঠিক?
ভিটামিন এ এর মাত্রা কম থাকলে কীসের সংশ্লেষণ কমে যায়?
ভিটামিন এ রেটিনল রূপে থাকে- i. ডিমেii. মাখনেiii. সবুজ শাকসবজিতেনিচের কোনটি সঠিক?
উচ্চ রক্তচাপ হলে পরিমাণ কমাতে হবে-
i. ভিটামিনের
ii. স্নেহের
iii. ক্যালরির
হৃদরোগের মধ্যে অন্যতম কোনটি?
মিজান সাহেব হৃদরোগে ভুগছেন। তিনি দুপুরের খাদ্য তালিকায় রাখতে পারেন -
i. ভাত ৩ কাপ
ii. সবজি ১/২
iii. মাছ/মাংস ৫০ গ্রাম
দেহকোষে গ্লুকোজের ব্যবহার নির্ভর করে কোন হরমোনের উপর?
অনুচ্ছেদে উল্লিখিত রোগটির সংক্রমণের ক্ষেত্রে যেটি প্রযোজ্য
i. কোলাকুলি বা করমর্দন করা
ii. অপরীক্ষিত রক্ত নিজ শরীরে সঞ্চালন করা
iii. অনিরাপদ যৌন সম্পর্ক করা
নিচের কোনটি সঠিক?-
ভিটামিন বি১২ দেহের যেসব অংশের সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ সেগুলো হলো-i. অস্থিমজ্জাii. স্নায়বিক পেশিiii. অন্ত্রনিচের কোনটি সঠিক?
ভিটামিন সি এর অভাবে ত্বকের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হয় কেন?
কোন ভিটামিন রক্তের লোহিত কণাকে জারণের হাত থেকে রক্ষা করে?
ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস হলো- i. গমের ভ্রূণের তেলii. সবুজ শাকiii. যকৃতনিচের কোনটি সঠিক?
থায়ামিন কোন কো-এনজাইম তৈরিতে প্রয়োজন?
ডায়াবেটিস হতে পারে -
i. অতিরিক্ত ভোজনবিলাসীতার কারণে
ii. মানসিক পরিশ্রমের কারণে
iii. সংক্রামক রোগের কারণে
যকৃতের রোগ কোনটি?
যকৃত স্বাভাবিক কার্য পরিচালনায় অক্ষম হলে কোন রোগের লক্ষণ প্রকাশ পায়?
জণ্ডিসে বর্জন করতে হবে -
i. অতিরিক্ত স্নেহ
ii. অতিরিক্ত মসলা
iii. ভিটামিন
আমাশয় রোগে দুগ্ধপোষ্য শিশুর দুধ কেমন হওয়া উচিত?
খাদ্যের অবশিষ্টাংশ কতক্ষণ পর মলরূপে নির্গত হবে তা নির্ভর করে কীসের ওপর?
• পিত্তরসের রঞ্জক পদার্থ বিলিরুবিন রক্তে প্রবেশ করলে কোন রোগ দেখা দেয়?
Therapeutic Diet' কথাটির অর্থ কী?
জলীয় স্বচ্ছ পথ্য কোনটি?
লিয়া কোন ধরনের সমস্যায় আক্রান্ত
প্রধান বা বৃহৎ মৌল হলো - i. ফসফরাসii. ক্লোরিনiii. সোডিয়ামনিচের কোনটি সঠিক?
ভিটামিন ডি এর অভাবে বিপাক ও শোষণ ব্যাহত হয়- i. ক্যালসিয়ামেরii. ফসফরাসেরiii. আয়োডিনেরনিচের কোনটি সঠিক?