x2-18x+72
27x2 + 15x + 2
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুন এবং ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত?
এক ব্যক্তি ১,০০০ টাকা ৪ বছরের জন্য একটি ব্যাংক জমা রাখে। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম ২ বছরের জন্য ১০% হারে এবং শেষের ২ বছর ৫% হারে সুদ প্রদান করবে। ৪ বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫:২। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
সমাধান করুন: 3x+74+5x-47=x+3 12
উৎপাদকে বিশ্লেষণ করুন: x4y2-z2 + y4 z2 - x2 + z4 x2-y2
৩টি ঝুড়ির ১ম, ২য় ও ৩য় টিতে যথাক্রমে ১৫৯ টি আম, ২২৭টি জাম এবং ৪০১টি লিচু আছে। সর্বাধিক কতজনের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে ৩টি আম, ৬টি জাম ও ১১টি লিচু অবশিষ্ট থাকবে?
জেমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে ১০% সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি ২ বছর পর সুদে আসলে যত টাকা শোধ করে ৩ বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।
সমাধান করুন: 3x+74+ 5x-47=x+3 12
কাজল ১ লিটার দুধ কিনে তা থেকে ২৫০ মি.লি. পান করল। কাজলের কাছে কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে?
৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের অনুপাত ৪:১; মিশ্রণটিতে বালি ও সিমেন্টের পরিমাণ কত নির্ণয় করুন।
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?
চিংড়ি হ্যাচারির একটি LRT' (লার্ভাল রেয়ারিং ট্যাংক) এর দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৫ মিটার এবং গভীরতা ১.২৫ মিটার। LRT টিতে ১ মিটার গভীরতায় পানি রাখলে কত মে.টন পানি ধরবে?
প্রথম ৫০টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করুন।
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০। কোণ তিনটি ডিগ্রিতে প্রকাশ করুন।
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার। এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।